অনলাইনে চ্যাটিংয়ের মধ্যে ভিডিও চ্যাটিং বেশ জনপ্রিয়। দূরের প্রিয়জনকে সরাসরি দেখার আনন্দই আলাদা। কিন্তু কারও যদি ওয়েবক্যাম না থাকে তাহলে সে নিজেকে দেখানো যায় না। তবে কম্পিউটারে থাকা ভিডিও বা ছবিকে ভার্চুয়াল ক্যামেরার মাধ্যমে প্রিয়জনের সঙ্গে শেয়ার করা যায়। এরকমই একটি সফ্টওয়্যার হচ্ছে মেনিক্যাম। ফ্রি এই সফ্টওয়্যার দ্বারা কম্পিউটারে থাকা ছবি, ভিডিও, গানের প্লেলিষ্ট, ডেস্কটপ ইত্যাদি (এমনকি যুক্ত থাকা ওয়েবক্যাম) শেয়ার করা যায় ওয়েবক্যাম হিসেবে। এছাড়াও এসব শেয়ারকৃত ছবি বা ভিডিও উপরে লেখা বা ইফেক্টস দেয়া যায়। সফ্টওয়্যারটি http://www.manycam.com সাইট থেকে থেকে ডাউনলোড করা যাবে। আরও কিছু বিষয় সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখুন: * সিডি/ডিভিডি থেকে তথ্য পুনরুদ্ধার করুন! * ফেসবুকের কিছু শর্টকাট কী * ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না * পুনরুদ্ধার করুণ ডিলিট হয়ে যাওয়া ডাটা * উইন্ডোজ কী-বোর্ড এর সকল সর্টকাট কী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।