আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকের মাপ জানাবে ওয়েবক্যাম স্ক্যানার

ভালো কিছু করতে চাই নতুন এক প্রযুক্তির মাধ্যমে অনলাইন দোকানে জামা-কাপড় কেনার কাজ অনেক সহজ হয়ে যাবে। ওয়েবক্যাম কাজে লাগিয়ে নিখুঁত ত্রিমাত্রিক মাপের ভিত্তিতে সঠিক মাপের পোশাক বেছে নিতে পারবেন ক্রেতারা। জামা-কাপড় কেনা মানেই সঠিক মাপের ব্যাপার। মাপ ভুল হলে হয় দোকানে গিয়ে বদলাতে হয়, কিংবা দর্জির কাছে গিয়ে জামা-কাপড় প্রয়োজনমতো ছোট বা বড় করিয়ে নিতে হয়। দোকানে গেলে তাও কেনার সময় জামা-কাপড় পরে দেখে নেয়া যায়, মাপ ঠিক আছে কিনা।

কিন্তু ইন্টারনেটে জামা-কাপড় কিনলে তাও সম্ভব নয়। পর্দায় জামা-কাপড়ের ছবি দেখে নিখুঁতভাবে আন্দাজ করা কঠিন। সাইজ লেখা থাকলেও তো পোশাক সম্পর্কে হুবহু আন্দাজ পাওয়া সম্ভব নয়। এ সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন ব্রিটেনের গবেষকরা। তারা এমন এক ‘বডি-স্ক্যানার’ তৈরি করেছেন, যার সামনে দাঁড়ালেই যে কোন মানুষের সঠিক মাপজোক জানা যায়।

ঘরে বসেই এ কাজ করা যাবে। কারণ নামে স্ক্যানার হলেও যে কোন ওয়েবক্যামের মাধ্যমেই বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে নিখুঁত ত্রিমাত্রিক ছবি তোলা যাবে। এরপর সেই তথ্য পাঠিয়ে দেয়া যায় অনলাইন দোকানে। তাদের কাছে সে মাপ অনুযায়ী যে সব পোশাক রয়েছে, আপনি শুধু সেগুলোই দেখতে পারবেন। তারপর পছন্দ করে বেছে নিলেই হল।

ইন্টারনেটে সম্ভাব্য ক্রেতাদের মনে এই দ্বন্দ্ব কীভাবে দূর করা যায়, এ নিয়ে অনেক আগে থেকেই চিন্তা-ভাবনা চলছিল। আশা করা হচ্ছে, নতুন এই আবিষ্কার অনলাইন পদ্ধতিতে জামা-কাপড় বিক্রি অনেক বাড়াবে। যুক্তরাষ্ট্রের কমস্কোর তথ্য অনুযায়ী, চলতি বছরে জুন মাস পর্যন্ত অনলাইনে যে পরিমাণ কেনাবেচা হয়েছে, তার মধ্যে পরিধেয় অংশ ছিল মাত্র ১৪ শতাংশ। আর বিক্রি হওয়া ওই জামা-কাপড়ের প্রায় ৩০ থেকে ৬০ শতাংশই ফেরত পাঠানো হয়। কারণ অনেক ক্রেতাই নিশ্চিত হতে না পারায় একাধিক মাপের পোশাক কেনেন।

এরপর সঠিক মাপেরটি রেখে বাকিগুলো পাঠিয়ে দেন। সংগীতা দাস, সূত্র : ডয়চেভেলে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।