আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সালের কয়েকটি জোকস



১. গলফ খেলা চিকিত্সার একটি অংশ। (ফাটাকেস্ট মন্ত্রী ওবায়দুল কাদের)
২. পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। (নানক)
৩. আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি। (হাসিনা)
৪. রানা প্লাজার মালিক রানা আর যুবলীগ নেতা রানা এক ব্যক্তি নয়। (যুবলীগ সভাপতি)
৫. বিরোধীদলের নেত্রী রানা প্লাজার দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

(প্রধানমন্ত্রী)
৬. ইউরোপিও ইউনিয়ন রাবিস। (আবুল মাল)
৭. কেউ প্রমান দিতে পারবেনা যে,রানা প্লাজার রানা যুবলীগ কর্মী। (মুরাদ জং)
৮. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে। (মখা)
৯. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান। (সাহারা)
১০. জিনিসপত্রের দাম বেশি তাই এক বেলা খাবার কম খাওয়ার অভ্যাস করুণ।


১১. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। (প্রধানমন্ত্রী)
১২. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি। (মুরগি কবীর)
১৩. বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু। (রোকিয়া প্রেত্নি)
১৪. মউদুদী কুরআনের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কোথায় করেছেন সেটি আমি জানিনা।

(তানিয়া)
১৫. ব্রিরোধী দলের নেত্রী অংক আর উর্দু ছাড়া আর কোনো বিষয়ে পাস দেননি। (হাসিনা ৪ নাম্বার পেয়ে ইতিহাসে ফেল করেছিলো এবং বাংলাতে ফেল করেছিলো) আর আমি শেখ মুজিবের কন্যা। (প্রধানমন্ত্রী)
১৬. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারওভুল হয়। (নাসিম)
১৭. মিডিয়া আমার বক্তব্য বিকৃত করেছে। (মখা)
১৮. রাষ্ট্রীয় ক্ষমতা পাগলদের হাতে চলে গেছে।

(ড. কামাল)
১৯. মহিউদ্দিন খান আলমগীর যদি মন্ত্রী হন তবে বুদ্ধিপ্রতিবন্দী কে?? (রনি)
২০. হেফাজতে ইসলাম রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নিয়েছে জঙ্গি তত্পরতা চালানোর জন্য। (চুর্নী সাহা)
২১. বাংলাদেশে ৯০% বাড়িঘর নিয়ম মেনে করা হয়না তাতে আমাদের কি করার আছে?? (হাসিনা)
২২. ভবন ধসের ঘটনা বাংলাদেশে স্বাভাবিক। (অন্ধানুর রহমান)
২৩. কান টানলেই মাথা আসে। রানার স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই। (পুলিশ)
২৪. আমি নিজেও জানিনা পোস্টারে আমার ছবির সাথে রানার ছবি কিভাবে এলো।

(মুরাদ জং)
২৫. সব কিছুতেই খালি সরকারের ব্যর্থতা খুঁজে। সরকারের সাফল্য কখনো এদের চোখে পড়েনা। (মখা)
২৬. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)
২৭. ম্যাডাম ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত (মতিয়া)
২৮. বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন -(নৌ মন্ত্রী শাজাহান খান)
২৯. ক্ষমতায় থাকলে টাকা পয়সা বাড়তেই পারে !! (মাল)
৩০. হেফজত কর্মীরা গায়ে রং মেখে শুয়ে ছিলো (সংসদে হাঁসি-না)
৩১. সাড়ে ৪ হাজার কোটি টাকা মাত্র (!)- (আবুল)
৩২. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন - (শেখ হাসিনা)
৩৩. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে? - শেখ হাসিনা
৩৪. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি..- আবুল মাল আব্দুল মুহিত
৩৫. আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে" -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
৩৬. সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্দ্ব রাখা, তাহলেই জনগন বুঝবে আমরা কি করেছি।

... শেখ হাসিনা
৩৭. শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের উম্মত- মতিয়া চোধুরী
৩৮. ইসলাম ধর্ম নিরাপদ ছিল বঙ্গবন্ধুর কাছে; আর এখন নিরাপদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে; আর কারও কাছে ইসলাম ধর্ম নিরাপদ নয়। - স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু।
৩৯. রবীন্দ্রনাথ ঠাকুর বাবা-মার ৯ম সন্তান, আমি ও বাবা-মার ৯ম সন্তান- স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির
৪০. থ্রি জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল - সাহারা
৪১. টু-২০ বিশ্বকাপ এদেশে না হলে এর জন্য খালেদা জিয়া দায়ী-- আবুল মাল
৪২. ৩ নভেম্বর জিয়া জেলহত্যা করেছে - লুলুপাগলা জয়।
৪৩. আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় - হাসিনা
৪৪. দু একশ কুটি টাকা হলমার্ক এ কেলেংকারী হয়েছে এইটা কোন ব্যপার না - মুহিত
৪৫. আওয়ামীলীগ ইসলামের হেফাজত করে - মুতিয়া
৪৬. শেখ হাসিনা ক্ষমতায় এলে শুধু ওয়াশফিয়ারা এভারেস্ট জয় করে না, সোহাগ গাজীরাও ১৩৬ বছরের রেকর্ড ভাঙে!! - (মতিয়া)
৪৭. রাস্তার বিলবোর্ড সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ - কাদের
৪৮. পচাত্তরের পর দেশে কোন বৈধ নির্বাচন হয়নি । (তথ্য বাবা আজিব জয় )
৪৯. বাশেরকেল্লা একলাইকে ৫টাকা করে দেয়।

- ৭১টিভি
৫০. আমি চাইলেই ৬ কোটি কেন ৬০০ কোটি টাকার মালিক হতে পারতাম....(মহাবুবুল হা থিফ)
৫১. জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”- মতিয়া
৫২. আমার কাছে তথ্য আছে, আগামিবার আওয়ামীলীগ ক্ষমতায় আসবে - জয়
৫৩. মেয়েরা বোরকা পড়ে কুৎসিত চেহারা ঢাকার জন্য - ডেপুটি স্পিকার কর্নেল অব: শওকত আলী
৫৪. ঘরের সব সন্তান তো সুসন্তান হয় না, দু'একটা কুসন্তানও হয় -হাসিনা
৫৫. থাবা বাবা (রাজীব) দেশপ্রেমিক - হাসিনা
৫৬. আবুল হোসেন খাটি দেশপ্রেমিক - হাসিনা
৫৭. গজে চড়ে মা দূর্গা আসায় ফলন ভালো হয়েছে - হাসিনা
৫৮. আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই - হাসিনা
৫৯. ক্ষমতার লোভ আমার নেই - হাসিনা
৬০. দেশের মানুষের জন্য প্রয়োজনে বাবার মত জীবন দেব - হাসিনা
৬১. ২৮৬৩ একর জমি দাম মাএ ৭০ লাখ টাকা । কাঠা প্রতি মাএ ৪৮ টাকা -বাউফলের mp আবদুল মান্নান
৬২. জঙ্গিশিবির যত্রতত্র বৈষ্ঠা/মুত্র ত্যাগ করে জনজীবন ব্যাহত করেছে - মখা
৬৩. রানা প্লাজায় এতো প্রাণহানির জন্য বিরোধীদল ও জামায়াত-শিবির দায়ী - মখা
৬৪. বোরখা পরিয়ে নারীর সম্ভ্রম/সম্মান রক্ষা করা সম্ভব নয় - মখা
৬৫. মানুষ ১০ টাকায় চাউল না খেতে চাইলে আমাদের ভোট দেবে না- হাসিনা
৬৬. জামায়াত-শিবির হরতাল দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে - হাসিনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.