আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সালে বাংলাদেশর কিছু উল্লেখযোগ্য ঘটনা।

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।

আমাদের সকরের জীবণ হতে হারিয় গেছে আরো একটি বছর, আর কয়দিন পর নতুন একটি বছরকে স্বাগতম জানাতে প্রস্তুত আমরা সবাই। আসুন দেখা যাক গত এক বছরে (২০১৩ সালে )বাংলাদেশর বুকে ঘটে যাওয়া কিছু বিশেষ উল্লেখ যোগ্য ঘটনা।

র্দুঘটনা।
ঢাকার সাভারে রানা প্লাজা বিধ্বস্ত হয়ে প্রায় ১ হাজারের বেশী মানুষের প্রাণ হানি।

যা আমাদের দেশে মানুষর দ্ধারা সৃষ্টি দুর্যোগের মধ্যে সার্বোচ্চা বড় মারাত্বক র্দুঘনা।

র্ঘৃণ্য
গত ৫ ই এপ্রিল হেফাজত ইসলাম ঢাকা আবরোদের সময় হেফাজত দ্বারা হাজার হাজার পবিত্র কোরআন শরীফ পোড়ানো। যা বিশ্বর ইতিহাসে সবচেয়ে বেশী র্ধমীয় পবিত্র গ্রন্থ পোড়ানোর ঘটনা ও হেফাজত নেতা আল্লামা শফি কর্তৃক নারীদের কটাক্কা বিদ্রুপ করে মন্তব্য ।

লজ্জা।
রাজাকার কাদের মোল্লার ফাসীঁ কার্যকরের পর পাকিস্তান র্পালামেন্ট কর্তৃক বাংলাদেশের প্রতি ঘৃণা প্রদর্শন করে নিন্ধা প্রস্তাবের পরও বাংলাদেশর প্রধান কয়েটি দল, কিছু শুচিল ব্যাক্তি ও বুদ্ধি জীবির নীরবতা।

দল ও মতের পার্থক্য ভুলে আমরা সাবই পাকিস্থানীদের বিরুদ্ধে বিনা পয়সায় সামান্য ঘৃণা জানাতে ব্যার্থ হয়েছি।

ব্যার্থতা
নির্বাচন কালীন সরকার গঠন ও নির্বাচন কি ভবে হতে তা নিয়ে বড় দুই জোট একমত হতে ব্যার্থ।

নাশকতা
সাঈদীর ও কাদের মোল্লার ফাঁসীর রায়ের পর ও সর্বশেষ কাদের মোল্লার ফাসীঁ কার্যকরের পর জামাত শিবিরের নির্মম র্নিদয় অমাণবিক নাশকাত সন্ত্রাসী আর ধ্বাংসাত্বক কার্যক্রম।

সাফল্য
২০১৩ সালে বাংলাদেশের সাফল্যে মধ্যে সর্বোচ্চ সাফল্য রাজাকার কাদের মোল্লার ফাসীঁ কার্যকর। সাঈদীর ফাঁসীর আদেশ।



হারিয়েছি।
মহামাণ্য রাষ্ট্রপ্রতি ও মহান রাজনৈতিক ব্যাক্তি জিল্লুরহমানকে হারিয়েছি আমারা।

চিরস্বরণীয়।
কোনরকম বিজ্ঞাপন, মাইকিং , পোষ্টারিং ছাড়া শাহবাগের গণজাগরণে অন্দোলনে লক্ষ লক্ষ মানুষের একটানা একমাসের বেশী সময় অবস্থান কর্মসুচি। যা বিশ্বের ইতিহাসের এই প্রথম অহিংসক শান্তিপূর্ণ কর্মসুচিতে সর্বোচ্চ সংখ্যাক মানুষের জমায়েত।



খেলা।
নিউজিল্যান্ডকে ওয়ানডে ম্যাচে ৩-০ তে হোয়াইট ওয়াশ। ওয়েষ্ট ইন্ডীজ অর্নুধ্ব ১৯ দলের অবস্থানরত চট্টগ্রামের হোটেলে বোমা হামলার পর সিরিজ অসমাপ্ত রেখে বাংলাদেশ ত্যাগ।

সর্বোচ্চ হাস্যকর কৌতুক।
বর্তমান বিরুধীদলীয় নেত্রী খালেদা জিয়া কর্তৃক ২০০৬ ও ২০০১ সালের তত্ববধায়ক উপদেষ্টাদের নিয়ে ২০১৪ সালের নির্বাচন কালীন তত্ববধায়ক সরকার গঠনের প্রস্তাব।



আশ্চর্য জনক ঘটনা।
রানা প্লাজা বিধ্বস্ত হবারপর ধ্বংসস্তুপ হতে ১৭ দিন পর রেশমা কে জীবন্ত উদ্ধার।

উৎশৃঙ্খল উন্মদ ব্যাক্তি।
আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।










এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.