আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিনচিট পেলেও মোদীর ভিসা জট খুলল না

গুজরাট দাঙ্গার ক্লিনচিটও নরেন্দ্র মোদীর মার্কিন ভিসা সমস্যার নিষ্পত্তি ঘটাতে পারল না।

আজ শুক্রবার মার্কিন সরকারের একজন প্রতিনিধি জানান, 'মোদীর ভিসা নীতিতে কোনও পরিবর্তন করা হয়নি।' গুজরাটের দাঙ্গার ঘটনার পর মোদীকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবারের রায়ের পরও সেই নির্দেশে কোনও পরিবর্তন করেনি ওবামা সরকার। ইতিপূর্বে নরেন্দ্র মোদী যদি ভিসার আবেদন করেন, তবে তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি৷

অন্য সব ক্ষেত্রে ভিসার আবেদনের পর যে যে পদ্ধতিতে তা পর্যালোচনা করা হয়, নরেন্দ্র মোদীর আবেদন পেলেও তেমনই করা হবে বলে জানিয়েছিল ওয়াশিংটন। তবে এই ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি মার্কিন সরকার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আহমেদাবাদের একটি আদালত ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদীসহ ৫৯ জনকে ক্লিনচিট দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।