স্ত্রী সুনন্দা পুষ্কর মৃত্যুর ঘটনায় ক্লিনচিট পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। গতকাল সোমবার গভীর রাতে দিল্লি পুলিশ সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
হোটেলের এক কর্মীর বয়ান অনুযায়ী, শশী থারুর সকালে এআইসিসি বৈঠকে যোগ দিতে বেড়িয়ে যাওয়ার পরও তাকে বেশ কয়েকবার দেখা গেছে। এই বয়ানের সত্যতা যাচাইয়ের পর শশী থারুরকে ক্লিন চিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এমনকি, সুনন্দার শরীরে আঘাতের যে চিহ্ন মিলেছিল, সে আঘাতের ফলে তার মৃত্যু হয়নি বলেও চিকিৎসকরা মনে করছেন।
ফলে সব তথ্যপ্রমাণই শশী থারুরের পক্ষে কথা বলতে শুরু করছে। তাই এ যাত্রায় তেমন বিপদের সম্মুখীন হতে হবে না শশীকে।
এদিনই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছে সুনন্দা পুষ্করের ময়নাতদন্তের প্রতিবেদন। সূত্রে জানা গেছে , প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত ওষুধের ফলেই মৃত্যু হয়েছে সুনন্দার। তার পাকস্থলীতে আলপ্রাজোলামের (অবসাদ কাটানোর ওষুধ) উপস্থিতি ছিল।
ফলে ওই কারণেই সুনন্দার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া সুনন্দার শরীরে রক্তে অ্যালকোহলের প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এই ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, সুনন্দার মৃত্যু আকস্মিক ও অস্বাভাবিক হলেও, জট ধীরে ধীরে কাটতে শুরু করছে। আজ মঙ্গলবার সুনন্দার ময়নাতদন্তের প্রতিবেদন দেখবেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এরপরই শশীকে ক্লিনচিট দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।