সুপ্রিয় টেকটিউন কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউনটি শুরু করছি ।
গেম পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে । ছোট বাচ্চা থেকে বড়রা সবাই গেমের জন্য পাগল । কিন্তু সবগুলো গেমস কি আমাদের জন্য উপকারী?
বেশির ভাগ গেমস আমাদের মস্তিষ্কের উপর খুব খারাপ প্রভাব ফেলে । কথাটি আমরা সবাই জানি কিন্তু গেমস থেকে দুরে থাকা আমাদের জন্য অসম্ভব ব্যাপার ।
আমি তাই বিকল্প কিছু ভাবছিলাম । শিক্ষা এবং বিনোদন দুইটাই যেন একসাথে হয় এমন একটা গেমস আমার কাছে ছিল তাই আজ আপনাদের সাথে তাই শেয়ার করলাম ।
গেমসটির নাম সেতেরা । গেমসটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ৫৯০ কেবি
ডাউনলোড হয়ে গেলে ভেতরে একটা জিপ ফাইল পাবেন ।
Extract করলে Seterra.exe নামে একটা ফাইল পাবেন । Seterra.exe তে ক্লিক করলে গেমসটি চালু হবে [ কোন সেটাপ দেওয়ার প্রয়োজন নেই ] এবং নিচের মতো উইন্ডো আসবে ।
সেখান থেকে যে কোন একটা মহাদেশ সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন । তাহলে নিচের মতো উইন্ডো আসবে ।
এখানে কোন একটি দেশের নাম দেওয়া থাকবে এবং আপনাকে খুজতে বলা হবে যে দেশটি কোথায় আছে ।
বের করতে পারলেই পয়েন্ট । এভাবে খেলতে থাকুন আর জানতে থাকুন, শিখতে থাকুন বিশ্ব মানচিত্রের অলিগলি ।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ । কোন সমস্যা থাকলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না । সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ।
ফেসবুকে আমি এখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।