আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চিগল্পঃ বর্তমানে অবর্তমান

আমার লেখা জুড়ে আমার ভালবাসা ছাড়া আর কিছু নেই।

- রিপা, রিপা, হ্যালো। শুনতে পাচ্ছ?
- হ্যাঁ। তুমি আবার আমার সাথে কথা বলছ কেন?
- আমার তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়।
- তো , আমি কি করব?
- ফিরে আস না আমার কাছে।


- সম্ভব না। তোমার ব্যাপারটা বোঝা উচিৎ।
- কোন ব্যাপার?
- আমার অন্য একজনের সাথে সম্পর্ক হয়েছে।
- সমস্যা নেই। তুমি তাকে ছেড়ে আমার কাছে চলে আসো।

সে আরও মেয়ে পাবে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন মেয়েকে ভাল লাগে না।
- না, আমার তাকে ছাড়া থাকা সম্ভব না। তার সাথে আমার সম্পর্ক অনেকদূর পর্যন্ত চলে গেছে। আর সম্ভব না।


- আমার সাথে ৩ বছরের সম্পর্ক তোমার। আর তার সাথে বেশি হলে আড়াই মাস। ৩ বছরে আমার সাথে তোমার অনেক দূর যায়নি। আর আড়াই মাসে তোমার তার সাথে অনেকদূর চলে গেছে।
-হ্যাঁ।

তাই আমাকে আর বিরক্ত করবে না।
- রিপা, প্লিজ।
- বললাম তো সম্ভব না।
- আমার সমস্যা নেই রিপা। তুমি ২-৩ টা বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে আসলেও..আমার সমস্যা নেই।

আমি তোমাকে ভালবাসব। তোমাকে মেনে নিব।
- তাহলে আমি আগে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করি। ২-৩ টা বাচ্চা হোক। তারপর তোমার কথা ভাবব,আচ্ছা? আমাকে আর বিরক্ত করবে না।





রিপা কল কেটে দেয়। ইমন আবার কল করে। নাম্বার বন্ধ। বুকের ভিতর হু হু করে উঠে। চিৎকার করতে ইচ্ছা করে।

আবারও সেধে সেধে কষ্ট পেল। ওভার ব্রিজের উপর দিয়ে নিচে তাকিয়ে দেখল গাড়ি চলে যাচ্ছে। অনেক দ্রুত। থামার সময় নেই। আর ইমন ওভার ব্রিজের উপর ঠায় দাড়িয়ে রইল।

স্থির হয়ে। রিপাও অমন গাড়ির মত দ্রুত এগিয়ে যাচ্ছে নিজের জীবন সাজিয়ে। পিছনে ফেরার সময় নেই। আর ইমন রিপার স্মৃতি নিয়ে স্থির হয়ে আছে। কষ্ট পেয়ে যাচ্ছে।

কিছু মানুষ জীবনটাকে কখনই সাজিয়ে নিতে পারে না। মিথ্যে কিছু মোহে থাকে। মিথ্যে কিছু আশায় বুক বেধে থাকে। আর কিছু মানুষ অনেক দ্রুত জীবন সাজিয়ে সামনে চলে যায়। পিছন ফিরে তাকানোর সময় নেই।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।