প্রতিষ্ঠানটি বলছে, ২০১২ সালে বিদেশগামী শ্রমিকদের মধ্যে দক্ষ শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় এমনটি ঘটতে যাচ্ছে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রামরু জানায়, এ বছর ২৪ ডিসেমম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ ছিল ১৩ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী এ বছরে মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
১৯৭৬ সালের পর থেকে গতবছর বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ ছিল সবচেয়ে বেশি।
এর পরিমাণ ছিল ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।