আমাদের কথা খুঁজে নিন

   

এবছর রেমিটেন্স কমবে: রামরু

প্রতিষ্ঠানটি বলছে, ২০১২ সালে বিদেশগামী শ্রমিকদের মধ্যে দক্ষ শ্রমিকের সংখ্যা কমে যাওয়ায় এমনটি ঘটতে যাচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রামরু জানায়, এ বছর ২৪ ডিসেমম্বর পর‌্যন্ত রেমিটেন্স প্রবাহ ছিল ১৩ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী এ বছরে মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
১৯৭৬ সালের পর থেকে গতবছর বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ ছিল সবচেয়ে বেশি।

এর পরিমাণ ছিল ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।



সংবাদ সম্মেলনে ২০১৩ সালে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শ্রম অভিবাসন এবং অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণালব্ধ তথ্য তুলে ধরা হয়।

এতে জানানো হয়, ২০১১ সালে বিদেশগামী দক্ষকর্মীর সংখ্যা ছিলো মোট কর্মীর ৪০ দশমিক ৩৪ ভাগ। ২০১২ সালে তা কমে ৩৪ দশমিক ৪৫ ভাগে নেমে আসে।
২০১৩ সালের নভেম্বর পর্যন্ত যারা বিদেশে গিয়েছেন তাদের মাত্র ১৯ দশমিক ৯৪ ভাগ দক্ষকর্মী।


রামরুর প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, “অভিবাসন বন্ধ রেখে জিটুজি সম্ভব না। বাংলাদেশ সরকার যেভাবে জিটুজি পদ্ধতি অনুসরণ করছে তা বহাল থাকলে বাংলাদেশ সমস্ত বাজার হারাবে। ”
তিনি বলেন, জিটুজি পদ্ধতি সংস্কার করে বেসরকারি রিক্রুটিং এজেন্সির সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা হলে জিটুজি পদ্ধতি সফলতার মুখ দেখবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রামরুর চেয়ারপারসন শাহদীন মালিক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শাহীন আনাম।
রামরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবাসী শ্রমিক ও অভিবাসন নিয়ে গবেষণা করে থাকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.