আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় যাওয়া হবে না এবছর


গত বছর বইমেলায় প্রায় প্রতিদিন গেলেও এবার আর তা সম্ভব হচ্ছে না। তাই মনটা খুব খারাপ। গতবছর দেশে থাকার সুবাধে সকাল দুপুর সন্ধ্যা যখনই সময় পেতাম চলে যেতাম বইমেলায়। মেলায় আমার অনেক পরিচিত মুথ ২০১০এ যখন বিএসবির বইমেলা প্রতিদিনের জন্য প্রতিবেদন লিখতাম তখন পরিচয় হয় অনেক প্রকাশক বিক্রেতা ও আমার সাংবাদিক বন্ধুদের সাথে। পত্রিকায় লেখার সুবাদে বন্ধুত্ব হয় সময় টেলিভিশনের সেলিয়া, সমকালের মাসুম, শীর্ষ নিউজের দিপোন নন্দী, যায়যায়দিনের উত্তপল দাস বিটিভির আফরিন জাহান সহ আরো অনেকের সাথে।

আর আমার পত্রিকায় লেখা যার হাত দিয়ে তিনি ইত্তেফাকের ফটোসাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর ভাই । আমরা এই কয়েক জন কাছাকাছি বয়সের হওয়ায় প্রতিদিনই একসাথে আড্ডা দেওয় রিপোর্ট করা, দারুণ একটা সময় কেটেছে তখন। আর এখন ফেলে আসা সেই সময় শুধুই সৃম্তি। পড়ালেখায়ও মন বসছে না। ৮ তারিখে পরিক্ষা তার ওপর অফিসের চাপ।

সবাই দোয়া করবেন যেন পরিক্ষা ভালো হয়। আর অমর একুশে গন্থমেলা ২০১৪ সফল হোক এই কামনা করছি। সিঙ্গাপুর থেকে গাজী আল আমিন হোসেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.