জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন
তোমরা যারা দেশ গেলো! ওরে, দেশ গেলো!
বলে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত করো!
বিভিন্ন ধাঁচের আচার-অনুষ্ঠানের নামে শহীদ
ভাইদের ঘুম ভাঙ্গাতে পুস্পস্তবক অপর্ন করো!
দেশকে ‘মা’ বলে নিত্য পূজা-অর্চনা ও করো!
তোমরা যারা জুতা পায়ে শহীদ মিনারে উঠা
ঘোরতর পাপ বলে বলে, মুখে ফেনা তোলো!
আবার, ১৬ ই ডিসেম্বরে পবিত্র জুতার নিচেই
দলিত-মথিত করেই, একহাত দেখিয়ে দাও!
অজান্তে ভুল হয়েছে বলে, কত ক্ষমাও চাও!
তোমরা যারা গনতন্ত্রের রক্ষক, মানসকন্যা
বলে সবখানে নিজেকে জাহির করে বেড়াও!
আবার, নিজেই সংবিধান ধারা পরিবর্তন করে
জোরে-সোরে গনতন্ত্রের গলাও টিপে ধরো!
এ দেশকে ভারত-মাতার কাছে বিক্রী করো!
তোমরা যারা জাতীয় পতাকার মান-সম্মান
রক্ষাকল্পে অকাতরে প্রাণ দিতে উদ্যত হও!
আবার, একই পতাকা অন্যরা তৈরী করতে
গেলে, হীন স্বার্থ রক্ষার্থে দর্জিকে জেলে পুরো!
‘ঊকাব’কে বুটের আঘাতে ক্ষত-বিক্ষত করো!
তোমরা যারা মসজিদের যত মুমিন-মুসল্লিদের
গন-গ্রেফতার করার নব্য নজির সৃষ্টি করো!
মসজিদ-মাদ্রাসাকে জঙ্গি সৃষ্টির কারখানা বলো!
আবার, ভোট ভিক্ষা করতে গিয়ে, সব এলাকায়
নতুন মসজিদ তৈরীর বাচ্চাভুলানো কথা বলো!
তোমরা যারা দেশের আনাচে-কানাচে কুর’আন,
সুন্নাহ্ ও মদিনা সনদের ধারা কায়েম করতে চাও!
নিজেই আলেম বণে ইসলামের ফতোয়া দেও!
আবার, শরীয়াহ্’র নিয়ম-নীতির কথা উঠলেই
চুলকানির পাউডার দিতে মোটেও ভুলো না!
তোমরা যারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কথা
বলে বোকা জনগণের সামনে কত মূলা ঝুলাও!
নির্বাচনে থাকবে না বললে, নজরবন্দীও করো!
আবার, নির্বাচনে অংশগ্রহনের যাবতীয় রাস্তা
রুদ্ধ করে অসুরের ন্যায় শয়তানি হাসি হাসো!
তোমরা যারা আটত্রিশ বছর আগের স্বজাতি ও
পঁচে যাওয়া গলিত লাশের বিচারে তৎপর হও!
আর, নতুন করে তাজা রক্ত-বন্যা বইয়ে দাও!
এবং রুপকথার বইয়ের পাতা থেকে উঠে এসে
রক্তচোষা ডাইনি বুড়ি হিসেবে আবির্ভূত হও!
_______________________________________________
রচনাকালঃ ৩০.১২.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।