আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!
আমি ছোট্ট একটা শহর থেকে এসেছি । এমন একটা জায়গা আগে অনেকেই চিনতো না । আসে পাশের জেলার নাম বললতে তারপর চিনতে পারতো ! যারা চিনতো তারা চিনতো চরমপন্থি এলাকা বলে । আসলেই কিন্তু কথা সত্য । একটা সময় আমাদের এলাকায় চরমপন্থি লোকেদের ঘাটি ছিল ।
যাক সেদিকে না যাই । আজকে নিজের ছোট্ট শহরের ছোট্ট কিছু ছবি নিয়ে হাজির হলাম । নিজের শহরটা পরিচিত করানোর জন্য ।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। উত্তর-পশ্চিমে মেহেরপুর, উত্তর-পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে অবস্থিত।
মাথাভাঙ্গা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ আয়তনে খুব বড় না হলেও এর রয়েছে সমৃদ্ধময় অতীত।
চুয়াডাঙ্গার আয়তন ১১৭০.৮৭ বর্গকিঃমিঃ, জনসংখ্যা ১১,২০,০৯৮জন মোট ভোটার সংখ্যা ৭,০৯,৪১২ জন, উপজেলা, থানা ও পৌড়সভার সংখ্যা চারটি করে । ইউনিয়ন পরিষদ ৩৫টি । মহাবিদ্যালয় ১৯টি, মাধ্যমিকবিদ্যালয় ১৪০টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫৮টি,
আরো বিস্তারিত জানতে এই ওয়েব সাইটে যান
আসুন শুরু করা যায় । সবার আগে আমাদের জেলার ম্যাপ টা দেখে নেই
আমাদের প্রথান ডাক ঘরটা , সন্ধা আগে আগে তোলা ছবি তাই ভাল আসে নি ।
এই জন্য দুঃখিত !
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল
নতুন বানানো স্টেডিয়াম । যদিও এখনও জনসাধারনের জন্য খোলা হয় নি !
এইটা হচ্ছে পুরাতন স্টেডিয়াম
বিজয় দিবসে স্টেডিয়ামের ভিতরের কুচকাওয়াজ
এই হচ্ছে রেলস্টেশন
রেলস্টেশনের সামনের দিকটা
চুয়াডাঙ্গার বিখ্যাত কালিপদের মিষ্টির দোকান । এখানকার চমচম আর দই যে একবার খাবে জীবনেও এর স্বাধ ভুলবে না !
আরেকটি মিষ্টির দোকান । এখানকার দইটাও ভাল অনেক ।
শহরের মাঝে টাউন ফুটবল মাঠ !
চুয়াডাঙ্গা পৌরসভা
শয়ন বিলা ।
চুয়াডাঙ্গার ফাইভ স্টার হোটেল
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ভিজে হাই স্কুল)
আদর্শ উচ্চ বিদ্যালয়
চুয়াডাঙ্গা সরকারি কলেজ । আমার কলেজ
কলেজের ভেতর টা
সরকারি মহিলা কলেজ
চুয়াডাঙ্গার সব থেকে উচু বিল্ডিং । মালেক টাওয়ার । আট তলা । যদিও আমাদের চুয়াডাঙ্গাতে পাঁচতলা বেশি বানানোর নিয়ম নাই !
শিল্পকলা একাডেমি
নিউমার্কেটের সামনের ফটক
ভেতরের দিক
আরেকটা মার্কেট
রেলবাজারের মাজেদা প্লাজার নিচে বাংলালিংক আর এয়ারটেল কাস্টমার কেয়ার !
চুয়াডাঙ্গা সড়ক ভবন
সার্কিট হাউজ
আবাহাওয়া অফিস
চুয়াডাঙ্গা পুলিশ লাইন
জেলা পরিষদ
এলজিইডি ভবন
চুয়াডাঙ্গার সব চেয়ে বড় ইন্ডাস্ট্রি ।
রাফিদ পোল্টি ফিডের একটা অংশ
আরেকটা অংশ, মেইন অফিস
তাল্লু স্পিনিং মিল
জেলা কারাগার
আদালত ভবন
ডিসি কোর্ট
রূপছায়া সিনেমা হল
কবরী রোড ! এই রোডে একবার নায়িকা কবরী এসেছিল, কি একটা অভিনয়ের কাজে । তারপর থেকে এর নাম কবরী রোড হয়ে গেছে ।
পশু হাসপাতাল
সরকারি গ্রন্থাগার
আজকে আপাতত এই ! সবাইকে আমাদের চুয়াডাঙ্গায় আসার আমন্ত্রন রইলো !
(ছবির গুলোর প্রায় সবই আমার নিজের । কয়েকটা ছবি আমাদের জেলার একটা পেইজ থেকে নেওয়া)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।