এডিবিভুক্ত প্রায় ২৫টি দেশের অরথমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের পাশাপাশি বিশ্ব ব্যাংক, জাইকা, আইডিবিসহ অন্যান্য উন্নয়ন সংস্থার শীরষ পরযায়ের করমকরতারাও চার দিনের এই সভায় অংশ নেবেন।
এই সভায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা বুধবার দুপুরে দিল্লি পৌঁছান। আর অরথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সকালে পৌঁছে সরাসরি সভায় যোগ দেবেন।
৩০ সদস্যের এই প্রতিনিধিদলে বাংলাদেশ ব্যাংকের গভরনর আতউর রহমান, অরথনৈতিক সম্পরক বিভাগের (ইআরডি)সচিব আবুল কালাম আজাদ ছাড়াও আটজন সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, ইআরডি ও অরথমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সভা বৃহস্পতিবার শুরু হলেও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ইন্ডিয়া এক্সপো সেন্টারে সভা চলবে ৫ মে পরযন্ত। এই চার দিনে বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত সেমিনার হবে।
ইআরডি সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিবির সভা চালাকালে আমাদের অরথমন্ত্রী এডিবির নতুন প্রেসিডেন্ট তাকিহিতো নাকোও এবং জাইকার ডিজির সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে এই দুই সংস্থার সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। ”
এছাড়া পদ্মা সেতুতে এডিবি ও জাইকার অর্থায়নের বিষয়েও আলোচনা হতে পারে বলে ইংগিত দেন সচিব।
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অরথায়ন ফিরিয়ে দেওয়ার পর এডিবি ও জাইকাও এ প্রকল্প থেকে সরে যায়। অরথমন্ত্রী বলে আসছেন, সরকার নিজস্ব অরথেই পদ্মা সেতুর কাজ শুরু করবে। তবে এডিবি ও জাইকা যদি এ প্রকল্পে অরথায়ন করতে চায় তাহলে সরকার স্বাগত জানাবে।
বৃহস্পতিবার বিকালে ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দিপক্ষীয় বৈঠক করবেন মুহিত। এছাড়া কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত ‘আঞ্চলিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি’ বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেবেন।
ইআরডি সচিব বলেন, “এবার বেশ জাঁকজমকের সঙ্গে এডিবির বার্ষিক সভা হচ্ছে। এর আগের সভাগুলোতে অরথমমন্ত্রীর নেতৃত্বে দু-তিন জন প্রতিনিধি অংশ নিলেও এবার আমরা ৩০ জন আছি। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।