আমাদের কথা খুঁজে নিন

   

পরিবেশবান্ধব জ্বালানি খাতে এডিবির প্রতি বছর বিনিয়োগ ২ বিলিয়ন ডলার।

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এশিয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে, কার্বন গ্যাস নির্গমন কমানো এবং গ্রিন হাউস গ্যাসের কবল থেকে পরিত্রাণের জন্য এবার তারা পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে ফি বছর দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর আগে এই পরিকল্পনাভুক্ত বিনিয়োগের পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার৷ এশিয় উন্নয়ন ব্যাংকের নতুন এই বিনিয়োগ পরকল্পনার বিষয়টি ঘোষণা করনে এডিবির প্রেসিডেন্ট হারুহিকো কুরুদা৷ তিনি এক উচ্চ পর্যায়ের সভায় এই ঘোষণা দিয়ে বলেন, প্রতি বছর এশিয়ার দেশগুলোতে এই অর্থ ব্যয় করা হবে। ম্যানিলায় অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, প্রতি বছর ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার এ বিষয়টি আমাদের যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে৷ তবে কেবল আমরা এগিয়ে এলেই হবে না৷ এ জন্য বেসরকারী খাতকেও উৎসাহী হতে হবে৷ তিনি বলেন, আমরা চাই সুন্দর একটি নির্মল পরিবেশ। ভারত এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ইতিমধ্যেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে নানা পরিকল্পনা করেছে৷ এর বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হয়েছে৷ বাংলাদেশ এডিবির কাছ থেকে এই খাতে আরো বেশি অর্থ সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, বিনিয়োগের বড় বাধা জ্বালানি সঙ্কট৷ এই সঙ্কট দুর করতেই নবায়নযোগ্য জ্বালানি খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর দেয়া ঋণ সফলভাবে ব্যবহার করতে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷ জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। জানা গেছে, গ্রামাঞ্চলের পর রাজধানি ঢাকায়ও নবায়নযোগ্য জ্বালানি অর্থ্যাৎ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ শুরু হয়েছে৷ বিদ্যুৎ ঘাটতি পূরণে সরকারের গৃহীত নীতি, গ্রাহকদের আগ্রহ, দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বিবেচনা করে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি এই উদ্যোগ নিচ্ছে। গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক দিপাল চন্দ্র বড়ুয়া জানিয়েছেন, আমরা যত শিগগির সম্ভব ঢাকায় পরীক্ষামূলক-ভাবে সৌরবিদ্যুৎব্যবস্থা চালু করতে চাই। সম্প্রতি এ বিষয়ে গ্রাহকেরা খুব বেশি আগ্রহী হয়ে উঠেছে৷ আমাদের কাছে অনেকেই জানতে চাইছেন, ঢাকায় তাদের বাড়িতে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ-ব্যবস্থা চালু করা যায় কি না, খরচ কেমন ইত্যাদি৷ আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। চলতি বছরের জানুয়ারি মাসে সরকারের গৃহীত নবায়নযোগ্য জ্বালানি নীতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি গ্রামাঞ্চল, উপশহর ও শহর এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে৷ এই নীতিতে নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট সব আমদানি পণ্যের ওপর থেকে শুল্ক ও কর তুলে দেওয়ার কথাও আছে।

তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.