আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩: বাংগালীর নিকৃস্টতম বছর; হত্যা, পংগুত্ব ও ধ্বংসের বছর

ইকোনোমিস্ট

১৯৭১ সাল থেকে অনেক গুণে ভয়ংকরতম এ বছরটি; কারণ, ১৯৭১ সালের ৩০ লাখ সাধারণ মানুষের মৃত্যু, ৩ লাখ নারীর অপমান, ২২ হাজার মুক্তিযোদ্ধার আত্মদানের পর, ১৬ই ডিসেম্বর এসে সব ব্যথা ভুলায়ে দিয়েছিল; এবারের ব্যথা ভুলানোর কিছু নেই: সামনে আরো ভয়ংকর দিন আসছে।

যে যুবতী পুড়ে গেছে, তার বিয়ে হবে না: জীবন থেকে বন্চিত হলো; পুড়ে যেজন পংগু হয়েছে, তাকেভিক্ষা করতে হবে; পরিবার প্রধান পুড়ে যাওয়ায় তার স্ত্রী স্বাভাবিক জীবন থেকে বন্চিত হলো, তার ছেলেমেয়েরা আজ দরিদ্র, ওরা পড়ালেখার সুযোগ পাবে না। মনিরের বাবার চোখে চামড়াহীন মনির ভাসতে থাকবে; মন্টুর স্ত্রীর চোখে এক দগ্ধ মানুষের ছবি সারা জীবনের জন্য স্হিরচিত্র হলো!

পুরো জাতিকে বেকার বসায়ে রেখেছে সন্ত্রাসীরা এক বছর; ডলারে কেনা হাজার হাজার কোটী টাকার রেলের বগী, বাস, ট্রাক, জীপ, মটর সাইকেল ধ্বংস করেছে সন্ত্রাসীরা; সন্ত্রাসীদের কারণে ৩ হাজার মানুষে প্রাণ হারাতে হয়েছে, ২০ হাজারকে আহত করেছে, ১০ হাজার পংগু হয়ে যাবে; ২৫ হাজার গাছ কেটে ফেলেছে তারা; ২৫ জন পুলিশকে হত্যা করেছে, ৪ হাজার পুলিশকে আহত করেছে, ২ হাজার পংগুত্ব বরণ করবে।

কয়েক কোটী দিন মুজুর ও কয়েল লাখ খুঁদে ব্যবসায়ীর আয় বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা: ২০১৪ সালের মাঝামাঝি এরা সবাই ভয়ানক দারিদ্রতায় ভুগবে এরা।

৪ কোটী ছাত্রের পড়ালেখা বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা, কয়েক লাখ পড়া লেখা ছেড়ে দেবে, এডুকেশনের পুরো বাজেট বিনা কারণে ব্যয় হয়েছে এ বছর। সরকারী প্রতি প্রজেক্ট বন্ধ কিন্তু সরকারকে বিল দিতে হচ্ছে, বেতন দিতে হচ্ছে। আগামী বছর সরকারের কর আদায় হবে অর্ধেক।

যারা জাতীর ১১০ বিলিয়ন ডলারের সম্পদ ধবংস করেছে, ৩০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী, (কিছু দায়ীকে প্রাণ দিতে হয়েছে), যারা মানুষকে দগ্ধ করেছে, যারা জাতিকে আতংকে রেখেছে, তারা আজ 'নতুন বছর' পালন করবে; তাই আমি এই নতুন বছরকে লাথি মারি: কোন শুভেচ্ছা জানাবো না কাউকে; যেদিন এসব সন্ত্রাসীদের নেত্রীর পতন হবে, যেদিন এসব সন্ত্রাসীদের বাংলা ছাড়া করতে পারবো, সে বছরের ১৬ই ডিসেম্বরে নববর্ষ পালন করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.