আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ ছাড়া কোন কথা নেই।যা দিলাম সব লেটেষ্ট।”প্রবাসী”র নববর্ষের শুভেচ্ছা সবার জন্য।।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ বছরের শেষ টিউন করতে বসলাম। সময় খুব দ্রুতই চলে যায়। সেদিন শুরু হলো বছর আর আজ নেই। বছর যদি এত দ্রুত চলে যায় তবে জীবনের সমাপ্তিও খুব দ্রুতই আসবে বলে মনে হচ্ছে।

নয় কি?না,আজকের দিনে কোন মন খারাপ করা কথা বলতে চাইনা। আজ ভালো ভালো মন ভালো করা কথা বলতে চাই। নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই সবাইকে। তার আগে দেখে নেই এক নজরে আমার এ বছরের টিউনের খতিয়ান।
টিউন করেছিঃ- ২২টি
সফটওয়্যার শেয়ার করেছিঃ- ৬৩টি।

(কম বেশী হতে পারে)।
টিউটোরিয়াল শেয়ার করেছিঃ-২২ টি।
খুব কম। আসলে এবছরটা কেমন জানি গেলো। আশা করছি আগামী বছরটা এমন হবে না।

আগামী বছরটা হোক টিউনের বছর।
নববর্ষ বলে কোন বিশেষ দিন নেই। সব দিনই সমান। তারপরেও বছরের শুরুটা যে মনে প্রাণে আলোড়ন তোলে এটা অস্বীকার করবেন কি ভাবে?সেই আলোড়নের আলোর ছটায় টেকটিউনসের সকল সন্মানীত পাঠক,টিউনার,মডারেটর,এডমিন এবং শুভাকাংখীদের জানাই শুভ ইংরেজি নববর্ষ ২০১৪ সালের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন।



বরাবরের মত এবারের টিউনটিও সাজানো হয়েছে সবগুলো ২০১৪ সালের সফটওয়্যার নিয়ে। এ বছর সফটওয়্যারের আগমন কম তাই হয়ত মন মত হবে না সবার কিন্তু তারপরেও আমি আমার চেষ্টার ত্রুটি রাখিনি। তবে এবারের বিশেষ আকর্ষন হলো ১৪ সাল উপলক্ষ্যে ১৪টি সফটওয়্যার দিয়েছি যা অতীতে দেইনি। যেহেতু সফটওয়্যার অনেক তাই সময় বাচানোর লক্ষ্য নিয়ে বেশী গভীরে না গিয়ে প্রতিটি সফটওয়্যারের বর্ণনা অল্প কথায় সারার চেষ্টা করবো। সাথে থাকছে বরাবরের মত সফটওয়্যারটির লিঙ্ক।

কম বেশী সবাই উপকৃত হবেন এ বিশ্বাস নিয়ে প্রবেশ করছি আজকের টিউনের মূল পর্বে।

বছরের শুরুতে কম্পিউটার ব্যবহারকারীদের যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হয় তা হলো ইন্টারনেট সিকিউরিটি নিয়ে। আপনার একাজের দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন AVGর উপর। লক্ষ্য করে থাকবেন হয়ত আমি অন্য কোন ইন্টারনেট সিকিউরিটি নিয়ে টিউন করিনা শুধুমাত্র এই একটা ছাড়া। প্রতিবার,প্রতিবছর আমি এই একটিই ইন্টারনেট সিকিউরিটি আপনাদের দিয়ে এসেছি তা হলো AVG. এত চিন্তা করার কিছু নেই।

ব্যবহার করুন তবেই বুঝবেন এটা কেমন। বিস্তারীত তথ্য যাচাইয়ের জন্য এখানে ক্লিক করতে পারেন। পছন্দ না হওয়ার কোন কারন নেই তাই নিশ্চিন্তে ডাউনলোড করুন। ডাউনলোডের সুবিধার্থে ৩২ বিট এবং ৬৪ বিটের লিঙ্ক আলাদা করে দেয়া হয়েছে। ৩২ বিটের জন্য ২ পার্ট।

প্রথম পার্ট ৭০ এবং দ্বিতীয় পার্ট ৫৫ মেগাবাইট। ৬৪ বিটের জন্যও ২ পার্ট। প্রথম পার্ট ৭১ এবং দ্বিতীয় পার্ট ৬৯ মেগাবাইট। শুরু হোক ডাউনলোড।
x32
পার্ট ১
পার্ট ২
x64
পার্ট ১
পার্ট ২
ফাইল দুটি নামানো হলে winrar দিয়ে এক্সট্রাক্ট করুন।

এবার মূল এপ্লিকেশনটি ইষ্টল করুন।

নোটপ্যাডে কিছু দেয়া আছে। যখন চাইবে কপি/পেষ্ট করুন। আশা করছি সমস্যা হবে না। কাজ শেষ হলে পুরা কম্পিউটার স্ক্যানিং করান।

সমস্যা থাকলে সমাধান করে দিবে।


আর হ্যাঁ আপডেট নিয়ে চিন্তিত হবেন না কারন আপনি কোন (ক্র্যা)ক ব্যবহার করেননি। স্বাভাবীক ভাবেই ফুল ভার্সন করেছেন।

নতুন বছরের শুরুটা হোক দূর্দান্ত এই ইন্টারনেট সিকিউরিটিটি দিয়ে। পুরো বছর থাকুন নিশ্চিন্তে যতক্ষন না আমি ২০১৫ ভার্সন দিয়েছি।



নতুন বছরে পা দিবেন আর ঘরে ক্যালেন্ডার রাখবেন না তাই কি হয়?এবারের ক্যালেন্ডারটি যদি একটু অন্যরকম হয় তবে মনে হয়  মন্দ হবেনা। এবারের ক্যালেন্ডারটি আপনি তৈরী করুন আপনার নিজের হাতে নিজের প্রিইয় কিছু ছবি কিংবা প্রিয়জনদের ছবি দিয়ে। আপনার পছন্দমত ছবি দিয়ে বিভিন্ন ষ্টাইলে তোইরী করে নিন আপনার এবারের ক্যালেন্ডারটি। শুধু যদি কম্পিউটারে রাখতে চান তবে ভালো আর যদি মনে করেন তা প্রিন্ট করবেন তবে করতে পারেন আপনার প্রিন্টার মেশিন দিয়ে। বেশী বড় সাইজ যদি করতে চান তবে পেন ড্রাইভে নিয়ে কোন দোকান থেকে করে নিতে পারেন।

সেক্ষেত্রে শুধু আপনার প্রিন্টিং খরচটাই যাবে।

যারা পছন্দ করেছেন তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৩৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ডাউনলোড
নোটপ্যাডে কিছু দেয়া আছে তা কপি/পেষ্ট করে ফুল ভার্সন করুন।

আশা করছি আপনাদের ভালো লাগবে। বিস্তারীত তথ্য এখানে



স্লাইড শো তৈরীতে এক proshow ব্যবহার করতে করতে তো অরুচি ধরিয়ে ফেলেছেন। এবার রুচির পরিবর্তনে নিয়ে এলাম ম্যাজিক্স ফটো কাহিনী(ষ্টোরি)সফটওয়্যার। ব্যবহার করে দেখুন কেমন লাগে। আমি ব্যবহার করিনি তাই বলতে পারছি না কেমন তবে আপনারা ব্যবহার করে আমাকে আপডেট জানান। ভালো হলে অবশ্যই ব্যবহার করবো।

এখানে ক্লিক করে ওয়েবসাইটে দেখুন হাংকি পাংকি তো ভালোই বলছে। যাইহোক ফলে পরিচয়। যারা ডাউনলোডে আগ্রহী তারা কোমর সোজা করে বসুন কারন সাইজ মোটামুটি বড়। প্রথম ৫ পার্ট ৯৯ মেগাবাইট করে এবং শেষেরটি ২০ মেগাবাইট। আসুন ডাউনলোড করি।


পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
এবার বরাবরের মত পার্টগুলো একসাথে করুন। এরপর ইন্সটল করুন স্বাভাবীকভাবে।

দেখুন একটা আপডেট ফাইল আছে। ঝটপট আপডেট করে ফেলুন।

কাজ শেষ হলে (ক্র্যা)ক ফাইলটি খুলুন।

ছবিতে দেখিয়ে দিচ্ছি কোন ফাইল কোথায় লাগাবেন। দেখুন ভালো করে। এছাড়া নোটপ্যাডেও লেখা আছে কি করতে হবে।

fotos_dlx ফাইলটি C:\Program Files\MAGIX\Photostory 2014 Deluxe\ ফোল্ডারে
magix OFA u ফাইলটি C:\Program Files\MAGIX\Photostory 2014 Deluxe\Online\ ফোল্ডারে
protin.3.2 ফাইলটি C:\Program Files\MAGIX\Photostory 2014 Deluxe\Protein\ ফোল্ডারে কপি/পেষ্ট করুন। এবার ডেস্কটপ থেকে সফটওয়্যারটি রান করান।

নোটপ্যাডে যা দেয়া আছে তা কপি/পেষ্ট করুন। OK চাপুন এবং দেখুন খেলা।

এবার জাতির উদ্দেশ্যে কিছু স্লাইড শো নির্মান করে ইউটিউবে আপলোড করুন আমরা দেখি।

২/৪ মেগাবাইটের এমন সফটওয়্যার অনেক পাবেন কিন্তু  NERO তো NEROই। খানদানী বংশের আর কি।

এবারের ভার্সনে নতুন কি কি এলো তা জানতে ক্লিক করুন এখানে। NERO প্রেমিকরা এড়িয়ে যাবেন না এ বিশ্বাস আমার আছে তাই তৈরী হয়ে যান ডাউনলোড করতে। ৩ পার্টে আপলোডকৃত প্রথম ২টি ৯৯ মেগাবাইট এবং শেষেরটি ৩৬ মেগাবাইট। শুরু হোক দাউনলোড।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
জোড়া লাগিয়ে ইন্সটল করুন।

পথে আপনাকে কেউ আওটকাবে না। অটো যে (সি)রিয়াল কি আসবে সেতা দিয়েই ইন্সটল করবেন। সমস্যা হলো ইন্সটল হবে রাশিয়ান ভাষায়। অসুবিধা নেই আমি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ইন্সটল শেষ হলে আপনার নির্ধারীত ভাষাতেই খুলবে।

ছবি দেখুন।



কাজ শেষ। এবার এক নজড়ে দেখবেন নাকি এবারের ভার্সনটা কেমন?তাহলে দেখুন। মনে হয় পছন্দ হবে।

অনেকেই আছেন শুধুnero চান কিন্তু contentpack চান না।

তাদের কথা চিন্তা করে মূল ফাল থেকে আলাদা করে contentpackটি আলাদা করে আপলোড করেছি। যারা বেশী বেশী সৌখিন তারা contentpackটি নামিয়ে নিতে পারেন। contentpack মোট ৮ পার্টে আপলোড করা হয়েছে। প্রথম ৭ পার্ট ৯৯ মেগাবাইট এবং শেষেররটি ৭০ মেগাবাইট। আসুন আমার সাথে ডাউনলোডের রাজ্যে।

সরকার 3G হাই স্পীড  লাইন দিয়েছে ডাউনলোড না করে যাবেন কই?
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পার্ট ৫
পার্ট ৬
পার্ট ৭
পার্ট ৮
কিচ্ছু করতে হবে না শুধু ইন্সটল করুন।

কাজ শেষ এবার উপভোগ করুন । সাইজ কি বেশী বড় হয়ে গেলো???????????????????

তারমানে আপনি বলতে চাচ্ছেন nero আপনার জন্য বেশী বড় হয়ে গেছে। ঠিক আছে এবার একটু সহনশীল পর্যায়ে দিচ্ছি। বিশ্ববিখ্যাত ashampoo কোম্পানীর লেটেষ্ট ১৪ ভার্সন।

সাইজ মাত্র প্রথম পার্ট ৯৯ এবং দ্বিতীয় পার্ট ৬৬ মেগাবাইট। আসেন নামাই।
পার্ট ১
পার্ট ২
এক্সট্রাক্টের পর ইন্সটল করুন এবং সাথে একটা জিনিস আছে সেটা /c drive/programs/ashampoo/ashampoo burning studio 14/ ফোল্ডারে কপি/পেষ্ট করে ২ বার ক্লিক করুন। এবার ডেস্কটপে গিয়ে রান করান।

আরো বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করতে পারেন।



আপনার যদি মনে হয়ে থাকে উপরের দু'টিই আপনার জন্য অনেক বড় সাইজের তাওলে এটি সত্যি সত্যি আপনার জন্য। এত অল্প মেগাবাইটে সত্যি এক অতুলনীয় সিডি/ডিভিডি বার্ণিং সফটওয়্যার। সাইজ মাত্র ১৩ মেগাবাইট। তারপরেও বলছি ডাউনলোড করার আগে এখানে ক্লিক করে জেনে নিন আপনি যা চান তা এখানে আছে কি না। যদি থাকে তবে ডাউনলোড করুন।


ডাউনলোড
ছোট্ট একটা জিনিস বেশী সময় লাগার কথা না। ডাউনলোড শেষ হয়ে থাকলে ইন্সটল করুন। এরপর (ক্র্যা)ক ফাইলটি কপি পেষ্ট করুন /c drive/programs/dvd cloner এ এবং মিষ্টি করে একখান ক্লিক করুন।

আশা করছি আমি যেমন সফল হয়েছি ঠিক তেমনি আপনিও হবেন।    এনজয় ।



আমি লিখবো এটা নিয়ে কিছু?ঠাট্টা করছেন?বুঝলে তো লিখবো। যারা বুঝেন তারা ডাউনলোড করে কাজ শুরু করেন যদি কাজে লাগে। সাইজ মাত্র ২৩ মেগাবাইট।
ডাউনলোড
আগেই বলেছি পোর্টেবল তাই ব্যবহার করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই। বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।



থাকতেই পারে আপনার একটা কম্পিউটার,মোবাইল কিংবা এক্সটার্নাল হার্ড ড্রাইভ। সেখানে জমাতেই পারেন বিভিন্ন দরকারি সব ফাইল,সফটওয়্যার কিংবা অন্যান্য জরুরী কোন ডকুমেন্টস। আবার যে কোন কারনে সেসব হারিয়েও ফেলতে পারেন সেটা হোক ভাইরাসের কারনে কিংবা নিজে থেকে ভুলে ডিলেট করার কারনে। তাই বলে কি সেগুলো ফিরিয়ে আনার আর কোন সম্ভাবনা নেই?আছে এবং সে কারনেই এই মূল্যবান সফটওয়্যারটি। বিস্তারীত তথ্য এখানে



ডাউনলোড সাইজ মাত্র ৭ মেগাবাইট। যারা ডাউনলোড করতে চান তারা ক্লিক করুন নীচের লিঙ্কে।
ডাউনলোড
ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ক্রমশঃ......................................................

ছবি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারন আপনারও দিন আসবে। পুনরায় বলতে হয় যে টেকনোলজি যখন আপনার হাতের মুটোয় তখন সে সব ডিভাইসে প্রিয় দৃশ্য কিংবা প্রিয়জনের ছবি থাকতেই পারে।

আবার বিভিন্ন কারনে সেসব মূল্যবান ছবি ডিলেটও হতে পারে। এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার হারানো সব মূল্যবান ছবি। বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। ছোট্ট এই সফটওয়্যারটির সাইজ মাত্র ১১ মেগাবাইট। ডাউনলোড করতে চাইলে ছবির লিঙ্কে ক্লিক করুন।


ডাউনলোড
ইন্সটল করুন এবং .................................
কথা তো সত্য কিভাবে ফুল ভার্সন করবেন?তাহলে আসুন ছবির মাধ্যমে দেখি কিভাবে সেটা করবো। যদি আপনারা সফটওয়্যার দু'টি ইন্সটল করে থাকেন তবে ডেস্কটপে আইকোন পাবেন। ক্লিক করুন। নীচের মত পেজ খুলবে।

যে লিঙ্কটাতে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে সেখানে ক্লিক করুন।

ক্লিক করা মাত্র আপনাকে অফিসিয়াল সাইটে নিয়ে যাবে । ছবি দেখুন।

এবার (কি)জেন খুলুন এবং লিঙ্কটি কপি করে (কি)জেনের ভিতরে পেষ্ট করুন। সাথে সাথে আপনাকে নীচে একটিভিশন কোড দিবে সেটা নিয়ে পেষ্ট করুন। ছবি দেখুন।



লাল তির চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ফুল ভার্সন হয়েছে। এরপরও দেখতে অসুবিধা হলে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করুন যেটা আমি দিয়েছি। দু'টি সফটওয়্যারের নিয়ম একই তাই আলাদা ছবি আপলোডের কোন প্রয়োজন দেখছি না।

এইতো কয়েকদিন আগেও আমার একটা কম্পিউটারের সাউন্ডের সমস্যা হয়েছিলো। কোন ভাবেই আনতে পারছিলাম না।

বুঝতেই পারিনি কি সমস্যা তো আনবো কি করে?ক্লিক করলে ড্রাইভার আপডেট করতে বলে কিন্তু অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। যাইহোক এই সফটওয়্যারটি দিয়ে কয়েক ক্লিক্কে সমস্যার সমাধান করে ফেলেছি। সফটওয়্যারটি শুধু রান করাবেন। ও নিজে থেকে কোন কোন ড্রাইভার লাগবে কিংবা আপডেট করতে হবে সব ঠিক করে দিবে। পরীক্ষিত।

বিস্তারীত জানতে এখানে ক্লিক করে ঘুরে আস্তে পারেন অফিসিয়াল সাইট থেকে। যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৫ মেগাবাইটের দূর্লভ এই সফটওয়্যারটি।
ডাউনলোড
ইন্সটল করুন এবং নোটপ্যাডে কিছু দেয়া আছে সেটা দিয়ে কলি থেকে ফুল ভার্সন করুন।

আপনি যদি বেশী বেশী প্রাইভেসী সচেতন হন তবে এই সফটওয়্যারটি আপনাকে সাহায্য করতে পারে। এটির সাহায্যে আপনি আপনার ব্রাউজিং হিষ্টোরি,কুকি,টেম্পোরারী ফাইল ইত্যাদি মুছে ফেলতে পারবেন।

এছাড়া আরো অনেক ধরনের প্রটেকশন আপনাকে দিবে যা জানতে ভিজিট করতে এখানে ক্লিক করুন। অপছন্দ হওয়ার কিছু নেই কারন অনেক বেশী নিরাপত্তা দিবে আপনাকে এই সফটওয়্যারটি। সাইজ মাত্র ৫ মেগাবাইট।
ডাউনলোড
ইন্সটল করুন। এরপর চলে যান /c drive/programs/clean space 2014 ebong (প্যািসি ফাইলটি কপি/পেষত করুন এবং ছবি দেখে বাকি কাজ করুন।



আমি জানি এই সাধারন কাজটি আপনারা করতে পারবেন।

অতীতে পুরাতন ভার্সন শেয়ার করা হয়েছিলো। আজ দিলাম ২০১৪ ভার্সন। আগামীতে ২০১৫/১৬/১৭.................. ভার্সন দেবো যদি বেঁচে থাকি। আপনি যদি মুভিখোর হন তবে এটি আপনার জন্যই।

আপনার সংগ্রহ করা সমস্ত মুভি একটা নিদৃষ্ট ক্যাটালগের ভিতরে বন্দি করে প্রতিটা মুভির রিভিউ রেখে রাখুন। যেমন কত সালের মুভি,এক্টর কে,কাহিনী সংক্ষেপ ইত্যাদি লিখে সেভ করে রাখুন। এরপর অনেক অনেক দিন পর নাম ধরে ডাকলেই হাজির হয়ে যাবে আপনার সামনে।

আছে তো আরো বহুত কিছু সব কিছু কি লেখা সম্ভব?আর তাই বাকিটুকু জানতে এখানে ক্লিক করুন। পছন্দ হলে নামিয়ে নিন ২৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি।


ডাউনলোড
ইন্সটল করুন এবং (প্যা)চ ফাইলটি /c drive/programs/movie label 2014 ফোল্ডারে পেষ্ট করে ২ বার ক্লিক করুন।

কাজ শেষ। এবার ব্যবহার করুন এবং আপনার সংগ্রহ করা মুভিগুলো রাখুন একটি নিরাপদ জায়গায়।

সফটওয়্যারটি ওয়েব ডেভলপারদের জন্য। আমি যেহেতু তা নই তাই অযথা ব্লা ব্লা করার কোন কারনও নেই।

যারা এর কাজ জানেন তারা এখানে ক্লিক করে জেনে নিতে পারেন সমস্ত তথ্য। পছন্দ হলে নীচের ফট লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন মাত্র ৩৬ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি।
ডাউনলোড
পোর্টেবল তাই সরাসরি ব্যবহার করুন। উপকৃত হলে কৃতজ্ঞ হবো।

এই টিউনটিতে যেসব স্ক্রীনশট নেয়া হয়েছে তা এই সফটওয়্যারটি থেকে।

যতগুলো স্ক্রীনক্যাপচার সফটওয়্যার ব্যবহার করেছেন এতদিন এটি ব্যবহার করলে সেসব হয় ভুলে যাবেন। স্ক্রীনক্যাপচার,ডিজাইন করা বাদেও এই সফটওয়্যারটি দিয়ে HD কোয়ালিটিতে স্ক্রীন ভিডিও করতে পারবেন টিউওটরিয়াল তৈরীর জন্য। একবার ব্যবহার করলে পছন্দ না করে উপায় নেই। বিস্তারীত তথ্য এখানে
সফটওয়্যারটির সাইজ মাত্র ১০ মেগাবাইট যা নীচের ফটোলিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।


ডাউনলোড
কথা হলো এটি কিভাবে ফুল ভার্সন করতে হবে তা আমি বলবো না। সঙ্গে (ক্র্যা)ক ফাইল দেয়া আছে ফুল ভার্সন করার জন্য। আমি মেধাবী মুখ দেখতে চাই। যারা পারবেন তাদেরকে অগ্রীম অভিনন্দন। যারা পারবেন না তাদের জন্য সমাধান আগামী টিউনে।



আপনি সফটওয়্যারটি ইন্সটল করলে ফ্রী ভার্সন হিসাবে ব্যবহার করতে পারবেন। ফুল ভার্সন তখনই হবে যখন এটিকে প্রফেশনাল ভার্সনে রুপান্তরীত করতে পারবেন। তাহলে ২০১৪ সাল্টা শুরু হোক প্রবাসির দেয়া ছোট্ট একটা ধাঁধাঁ দিয়ে।    FORZA RAGAZZI.
অনেক কষ্ট হলো ১৪ সাল উপলক্ষ্যে ১৪টি সফটওয়্যার দিতে। এখন তা আপনাদের হাতে তুলে দিতে পেরে সব কষ্ট ভুলে গেলাম।

২০১৪ সাল সহ প্রতিটি সাল আল্লাহপাক আমাদের প্রতি সদয় হোন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি   ||| আল্লাহ হাফেজ |||

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.