আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহত ১

জেলার পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন পাটোয়ারী (৩২) শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও এলাকার আব্দুর রাজ্জাক পাটোয়ারীর ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী বলে পুলিশ ও বিএনপি নেতারা জানিয়েছেন।
পুলিশ সুপার আরো জানান, বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে মহামায়া এলাকায় অবরোধকারীরা হামলা চালায়।

অবরোধকারীরা গাড়ির দিকে ইট-পাটকেল ছুড়তে থাকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।

এসময় সংঘর্ষ বেধে গেলে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে বলে পুলিশ সুপার জানান।

এ সময় যুবদলকর্মী ফারুক পাটোয়ারীসহ অন্তত ২০ জন আহত হন। গুলিবিদ্ধ ফারুককে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসক সৈয়দ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফারুকের পিঠে গুলির চিহ্ন রয়েছে।
সংঘর্ষের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান  বিজিবি দলের সঙ্গে ছিলেন বলে পুলিশ সুপার জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।