এই পরিবারের দুই জন জেলে , একজন গুম আর এই
তরুণ এর পাটি বিকলাঙ্গ হয়েগিয়েছে। আইন
শৃঙ্খলা বাহিনীর লোক তাদের কে হাটতে বলেছে তারপর পায়ে গুলি করে। এখন
হসপিটালের চিকিত্সাধীন আছে কিন্তু উন্নত
চিকিত্সার জন্য ঢাকাতে যেতে দিচ্ছে না ,
হয়ত একদিন দেশের অবস্তার পরিবর্তন হবে ,
কিন্তু যাদের রক্তের
সিড়ি বেয়ে রাজা রাণীরা মসনদে যাবে তাদের কথা কি কেহ কোনো দিন মনে রাখবে? এই হত
দরিদ্র মানুষের কথা কেহ মনে রাখবে ? ৭১ এর
মুক্তিযুদ্ধাদের মত এই হতভাগারাও একদিন
বিকলাঙ্গ ভিক্কুক হয়ে রাস্তায় দাড়াবে আর
আমরা সুবিধাভোগীরা দূর দূর
করে তাড়িয়ে দেব। অথচ এইসব নিরন্ন মানুষের রক্তের বিনিময়ে এদেশ হয়ত আবার মুক্তির
আলো দেখবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।