এবারের ২০১৪ গ্ল্যাসগো কমনওয়েলথ ক্যুইন্স ব্যাটন র্যালি আয়োজনের সুযোগ পেল ঘানা। দেশটির যুব কল্যান ও ক্রীড়া মন্ত্রী এলভিস আফ্রিইয়ে আনকরা এই ঘোষনা করেছেন।
আগামী শনিবার সরকারীভাবে ব্যাটনটি গ্রহন করবেন ঘানার উপ রাষ্ট্রপতি কুয়েশি আমিশহ আর্থুর।
এই ব্যাটন র্যালি আয়োজনের সুযোগ পেয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেছেন,'এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশকে তুলে ধরেতে পারব সারা বিশ্বের সামনে। দেশের উপ রাষ্ট্রপতি, পার্লামেন্টের অধ্যক্ষ, প্রধান বিচারপতি, রাজ্যের ৯ জন মন্ত্রী, ১০ জন হাই কমিশনার, দেশের ২০ জন সেরা ক্রীড়াবিদ, ৭০ জন বর্তমান ও প্রাক্তন ক্রীড়া ব্যাক্তিত্ব, ২০০ জন ছোট ছোট বাচ্চারা বহন করবে ব্যাটন।’
উল্লেখ্য,কমনওয়েলথ ব্যাটন ঘানায় এসে পৌঁছবে ৩ জানুয়ারি। কমনওয়েলথ গেমসের ক্যুইন্স ব্যাটন র্যালি অনুষ্ঠানটি একটি ঐতিহ্যশালী অনুষ্ঠান। সেই ১৯৫৮ সাল থেকে এই অনুষ্ঠান চলে আসছে কমনওয়েলথ গেমসের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।