সুইজারল্যান্ডের একটি গ্রামে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। রাজধানী থেকে ১০০ কি. মি. (৬০ মাইল) দূরে ভালাইস প্রদেশের ডাইলন গ্রামে গতকাল স্থানীয় সময় রাত ১১টায় (২০০০ জিএমটি) এই হামলার ঘটনাটি ঘটে। দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে। সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার হুমকি দিলে পুলিশ তাকে গুলি করে আহত করে এবং তারপর গ্রেপ্তার করে। জানা গেছে ওই ব্যক্তি একজন মাদকসেবী ও মানসিক রোগী। পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি হতাহতদের লক্ষ্য করে অন্তত ২০টি গুলি ছোড়ে। গুলিতে তিনজন মহিলা ঘটনাস্থলেই নিহত হয় এবং দুজন পুরুষ গুরুতর জখম হয়। ঘাতক "কারবাইন" নামে পরিচিত বিশ শতকের গোড়ার দিকের "ঐতিহাসিক আর্মি রাইফেল" ব্যবহার করেছিল বলে জানায় সংবাদমাধ্যম। কালের কণ্ঠ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।