আপনার নোটিশ বক্সটি দেখুন
ব্যাপারটা অনেক দিন থেকে আমাকে পিড়া দিচ্ছে কিন্তু ভদ্রতার কারণে বলতে পারছিলাম না - কিন্তু সম্ভবত ভদ্রতার এই মুখোশ বাধ্য হয়েই খুলতে হচ্ছে তাদের মাত্রাতিরিক্ত বাঁদরামির কারণে।
এদের নিম্নলিখিত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়
১। যত্র তত্র না বুঝে , বেশি বুঝে মন্তব্য করা ।
২। অশ্লীল গালি গালাজ করা , যখন তর্কে জেতার আশা সীমিত
৩। ব্লগে অতিরিক্ত মাত্রায় ১৮+ পোস্ত দেয়া, জেন ভাদ্র মাসের মাদি সারমেয়
৪। অশ্লীল / কুরুচি পূর্ণ ছবি দেওয়া
সব আলোচনাই রাজনৈতিক দিকে টেনে নেওয়া ( ছাগু , ভাদু ইত্যাদি) । আমার আন্তরিক আবেদন এই শ্রেণীর লোকদের কে চিহ্নিত ক রে আসুন সবাই প্রতিবাদ ক রি, অহিংস ভাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।