আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণচর ও হাতিয়ায় গণপিটুনীতে ৪ জলদস্যু নিহত

নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর বাজারে আজ শুক্রবার দিবাগত রাতে ডাকাতি করার সময় আবু সায়েদ মিন্টু নামে এক জলদস্যু গণপিটুনীতে নিহত হয়। এছাড়া দ্বীপ উপজেলা হাতিয়ার নলের চরে শুক্রবার রাতে দুই সহযোগীসহ জলদস্যু বাহিনীর প্রধান ফারুক কমান্ডার নিহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন: নুর উদ্দিন ও কালু।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত মিন্টু একই উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে।

অন্যদিকে, পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চানন্দী ইউনিয়নের নলের চর এলাকার পাতার চরে জলদস্যু বাহিনী প্রধান ফারুক ও তার সহযোগীরা অবস্থান করছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। এরপর গণপিটুনীতে ঘটনাস্থলে ফারুক মারা যায়। এ সময় গুরুতর আহত নুরউদ্দিন ও কালুকে সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে সোপর্দ করা হয়। সেখান থেকে পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে হাতিয়া ও সুবর্ণচর থানায় হত্যা, অপহরণ, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।