জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশ সমস্যা : আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার মঙ্গলবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহায়তায় সেমিনারটির আয়োজন করে পার্টিসিপাটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা চেয়্যারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
পূর্বচরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুবর্নচর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সামছুল আলম, কৃষিবিদ নাসিমুল হক, কৃষিবিদ তপন চক্রবর্তী, গণস্বাক্ষরতা অভিযানের সাকিবা খাতুন, প্রান’র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, অধ্যাপক নিজাম উদ্দীন, সাগরিকার রুহুল মতিন প্রমুখ। সেমিারে মূল প্রবন্ধ উপস্থান করেন কৃষি গবেষণা ইনিষ্টিটিউট নোয়াখালী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিন। সেমিনারে বক্তাগণ স্থানীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা সমূহ চিহ্নিত করে তা মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।