কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে গৃহকর্ত্রী তাহিরুন নেছাকে(৬৪) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সুন্দুলপুর গ্রামের হাজী দিলু মিয়াজীর বাড়িতে এ ঘটণা ঘটে। শনিবার সকালে নিহত গৃহকর্ত্রীর লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মিয়াজী বাড়ির হাজী দিলু মিয়াজীর ছেলেরা সবাই বিদেশে থাকেন। হাজী দিলু মিয়াজী ও তার স্ত্রী তাহিরুন নেছা (৬৪) গ্রামের বাড়িতে বসবাস করতেন।
শুক্রবার গভীর রাতে একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাদের দুইজনের হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাতদল ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তাহিরুন নেছা ডাকাতদের চিনতে পেরেছে বলে চিৎকার দিলে ডাকাতদল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশে-পাশের লোকজন তাহিরুন নেছাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, যৌথবাহিনী নিয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৭জনকে আটক করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।