আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিসবেনে সেরেনা চ্যাম্পিয়ন

১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিও তাই ভালোই হলো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনার। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ান ওপেনে গত দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কার বিপক্ষে এই জয় বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তাকে অনুপ্রাণিত করবেই।

র‌্যাঙ্কিংয়ে দুই সেরা খেলোয়াড় হলেও মুখোমুখি লড়াইয়ে সেরেনা অনেক এগিয়ে। এ নিয়ে ১৭ বার বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি হয়ে চতুর্দশ জয় পেলেন এই মার্কিন তারকা।

২০১৩ সালে ৮২ ম্যাচের ৭৮টিতেই জয় পাওয়া সেরেনা দুটি গ্র্যান্ড স্লামসহ (ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন) ১১টি শিরোপা জিতেছিলেন।

গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার রেকর্ডও গড়েন তিনি।

প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। সেমিফাইনালে ফ্রান্সের জেরেমি শার্দিকে ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।

রোববার ফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারের প্রতিপক্ষ আরেক সাবেক এক নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার লেটন হিউইট। অন্য সেমিফাইনালে হিউইট জাপানের কেই নিশিকোরিকে ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।