অসাধারণ কিছু সুর রয়েছে যেগুলো শুনলেই মনের মাঝে এক পবিত্র অনুভূতি জাগে। মন ভালো হয়ে যায় নিমেষেই। আমি সুযোগ পেলেই সুরগুলোর ইনস্ট্রুমেন্টাল শুনি। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না!
১। The Loanly Shephard: জর্জ জামফিরের নাম অনেকেই শুনেছেন।
তিনি রোমানিয়ার একজন বিখ্যাত প্যান ফ্লুইট (এক ধরণের বাঁশি) বাদক। চমৎকার কিছু সুর তার বাঁশিতে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। "কিল বিল" নামক চলচ্চিত্রে তার বাজানো "দ্য লোনলি শেফার্ড" একটি চমৎকার সুর। এখানে "দ্য লোনলি শেফার্ড"এর একটি পরিবেশনার ভিডিও দিলাম যেখানে জামফিরের সাথে আছেন বিখ্যাত অর্কেস্ট্রা শিল্পী জেমস লাস্ট।
২ Imagine: জর্জ লেননের সুর করা কালজয়ী ইমাজিন গানটির সুর সত্যিই অসাধারণ।
এই সুরটিও অন্য এক প্যান ফ্লুইট শিল্পীর বাঁশিতে মূর্ত হয়েছে ভিন্ন আঙ্গিকে।
৩। Ocean's 12 মুভিতে একটি দৃশ্য আছে যেখানে একজন ফরাসী চোর জাদুঘরের লেজার ফিল্ডকে ফাঁকি দিয়ে একটি হীরা চুরি করে। তখন ব্যাকগ্রাউন্ডে একটি চমৎকার সুর বাজে।
নিচে আরও কয়েকজন প্যান ফ্লুইট শিল্পীর বাঁশিতে বাজানো চমৎকার আরও কয়েকটি সুরের লিংক দিলাম।
Celtic Pan-Flute
ভাল লাগলে ডাউনলোড করে নিতে পারেন।
ভালবাসা নিয়ে আমার একটা পেইজ আছে । মন চাইলে ঘুরে আসবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।