আমাদের কথা খুঁজে নিন

   

সুজানের জন্য অর্জুন!

বছরটি নতুন। তাই হয়তো সুজান খানের ঘরটিও নতুন। পুরনো সবকিছু থেকে নিজেকে দূরে রাখতেই নতুন ঘর বেঁধেছেন তিনি। তবে সঙ্গে নিয়েছেন দুই ছেলে রিহান ও রিধানকে। আপাতত ছেলেদের নিয়ে জুহু-ভারসোভা এলাকায় এক বহুতলের সাততলায় নতুন করে সংসার গুছিয়েছেন সুজান।

জানা গেছে, সুজানের কাছের কোনো বন্ধুই এই ফ্ল্যাট পেতে সাহায্য করেছে তাকে। অনেকেই বলছেন সেই কাছের বন্ধুটি অর্জুন রামপাল! তবে এ কথাটি অস্বীকার করে সুজান জানিয়েছন, বার বার আমার সঙ্গে অর্জুনের নাম জড়ানোটা একেবারেই উচিত নয়। এতে আমার আর অর্জুন দুজনেরই পারিবারিক জীবনে ক্ষতি হচ্ছে। ' সুজান আরও জানিয়েছেন, 'ভারসোভার এই ফ্ল্যাটে কিছুদিন থাকব। আমি নিজের জন্য স্থায়ী ঠিকানা খুঁজছি।

' গত ১৩ ডিসেম্বর হৃতি্বক রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুজান। মিডিয়ার সামনে এ খবর জানান হৃতি্বক। এর পর থেকেই নানাভাবে তাদের সম্পর্ক নিয়ে জল ঘোলা হয়। শুরু হয় নানা গুঞ্জন। সুজানের এই নতুন বাড়ি কেনা নিয়েও বলিউডে তুমুল উত্তেজনা।

অন্যদিকে বিচ্ছেদের পর থেকে হৃতি্বক নাকি কোনো খোঁজই রাখছেন না স্ত্রী ও সন্তানের। সুজান চাইছেন সব ভুলে নতুন করে জীবন শুরু করতে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।