ব্যক্তিগত চাহিদার কাছে অপরাজিত সৈনিক। ।
১। @সময় টিভিঃ
দর্শক, এই মুহুর্তে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের
রিপোর্টার কমল সরকার। হ্যাঁ,
কমল, বলুন।
-- টুম্পা, আমি দাঁড়িয়ে আছি
সাতিরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। এর আগে আরও
দুতিনটি কেন্দ্র ঘুরে এসেছি।
-- ভোটারের উপস্থিত
কেমন দেখলেন।
-- না, এখন পর্যন্ত ২/৩ জনের
বেশি ভোটার দেখি নি।
-- ধন্যবাদ কমল।
দর্শক,
আপনারা জানেন গ্রামের মানুষ
দেরিতে(!) ঘুম থেকে উঠে। তাই এখন
পর্যন্ত ভোটারের উপস্থিতি নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বাড়বে!
__
২। @ চ্যানেল ২৪
আপনি ভোট দিতে এসেছেন?
-না আমি আনসার।
-আনসার, তাহলে লাইনে দাড়িয়েছেন কেন?
-দাড়াইতে কইছে, তাই দাড়াইছি।
-আপনি ভোট দিতে এসেছেন?
-জি আমি ভোট দিয়েছি।
-ভোট দিয়েছেন, তা লাইনে দাড়িয়েছেন
কেন?
-থাকতে কইছে।
অনেক লোক লাইনে দাড়িয়ে আছে, এখন
তাদের
সাথে কথা বলছিঃ
-আপনি ভোটার?
-না।
-এখানে এসেছেন কেন?
-দেখতে এসেছি।
-তো লাইনে দাড়িয়ে আছেন কেন?
-এটা লাইন………ওহ! ঠিক আছে সরে যাচ্ছি।
হা হা হা হা হা……………………।
৩। @নাটোরে ভোটারের বদলে লাইনে রাজহাঁস!....
সকাল ১১টা। সিংড়া শহরের দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সামনে বিশাল মাঠ।
ভোটের দিন তাই স্বাভাবিক ভাবেই সেখানে ভোটারের লাইন থাকার কথা। সকাল গড়িয়ে দুপুর এলেও ভোটারের নাম গন্ধ নেই। কর্মকর্তা আর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা লোকজন কাটাচ্ছেন অলস সময়। শীতের সকালে মাঠে রোধে বসে গা গরম করে নিচ্ছেন। ঠিক তাদের সামনেই দেখা গেলো কিছু রাজহাঁসকে রোধে গা গরম করে নিতে।
কিছুক্ষণ পরে দেখা গেল, যেখানে ভোটারের লাইন থাকার কথা, সেখানে নির্বিঘেœ একটি রাজহাস রোদে দাঁড়িয়ে আছে। লম্বা গলা পেছনে এনে পিঠের উপর লোমের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তার সামনেই রয়েছেন আনসার সদস্যরা।
এবং অতঃপর ভোটকেন্দ্রে জনসমাগমের বিস্ফরণে ৩-৪ টা ককটেল আহত হয়ে গেলো
৪। @ নির্বাচনাবুট'১৪ র ব্রেকিং নিউজ.....,
এই পর্যন্ত প্রাপ্ত খবরে ঢাকাসহ সারাদেশের প্রতিটা কেন্দ্রে ১০০ র উপরে কোন ভোট পডেনাই।
কিছু কিছু কেন্দ্রে বাচ্চা ছেলেমেয়েদের চকলেটের লোভ দেখিয়ে লাইনে দাড করিয়ে রাখা হয়েছে । কয়েকটা কেন্দ্রে কিছু কুকুর কেও লাইনে দাডিয়ে থাকতে দেখা গেছে তবে এখন ও পর্যন্ত জানা যায়নি তাদের কে হাড্ডি নাকি অন্যকিছুর লোভ দেখানো হয়েছে । তবে বিকাল পর্যন্ত ভোট গ্রহন শেষে গ্যারান্টি সহকারে ব লতে পারবেন যে এই নির্বাচনে বালছাল বিপুল ভোটে জয়ী হয়েছে । আচ্ছা ঢাকায় কি কচু গাছ আছে?
না থাকলে আমি গ্রামে আসার পরামর্শ দিতে পারি শুধু বিজয়ীদের বাকিটা তারা নিজেরাই করতে পারবে । তবে এলাকাবাসী যদি কিছু উপহার দেয় সেটার জন্য পরামর্শ দাতা দায়ী নয়।
৫। @ছিঃ ছিঃ
চট্রগ্রামের মানুষ গুলা কি খবিশ!!
চট্টগ্রামের কেন্দ্রগুলো ভোটারশূন্য ,কেন্দ্রে মলমূত্র নিক্ষেপ করেছে সাধারণ পাব্লিক । ।
কেন্দ্রে মল নিক্ষেপ । জয় বাংলা গু সামলা
-নয়া দিগন্ত ।
।
৬। @*সকালবেলা ৭১র টিভির এক সাংবাদিক অনেক চেষ্টার পর এক ঝাকঁ মহিলা ভোটার পেলেন।
-তো, আপনারা যে ভোট দিতে যাচ্ছেন আপনাদের অনুভূতি কি?
-আমরা তো ভোট দিতে যাচ্ছি না। গার্মেন্টসে কাজ করতে যাচ্ছি।
গাড়ি আজকে চলে না তো, তাই হেটে হেটেই যাচ্ছি।
৭। @সাতক্ষিরার ২ টি কেন্দ্রে ৪ জন প্রার্থীর সবাই সমান ভোট পেয়েছে
কেমনে সম্ভব??
সাতক্ষিরা সদর থেকে ১০ মেইল দূরে আগরদারী মাদ্রাসায় ১৮৫০ জন ভোটারের কেউ ভোট দিতে
আসে নি / মানে সবাই ০ মানে Zero মানে গোল্লা ভোট পেয়েছে।
৮। @
শৈত্যপ্রবাহের কারণেই ভোটার উপস্থিতি কম’ ___ মখাঁ আলমগীর
আজকে প্রচুর কুয়াশা পরেছে।
এই কুয়াশা পরার জন্যে একমাত্র জামায়াত শিবির'ই দায়ী
ভোট কেন্দ্রগুলো সব ফাঁকা।
শ তে শীত তুই রাজাকার, তুই রাজাকার
Up Coming→
● বিপুল ভোট জয়ী হয়ে নাচানাচি করছে হাসিনা
● জনগন এই শৈত প্রবাহের মাঝে ও স্বতঃসপুর্ত ভাবে ভোট দিয়েছে - মখা
● ভোটারদের অনুপস্থিতি নির্বাচনের উপর কোন প্রভাব ফেলতে পারে নি -- ইনু
● বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে-- ইসি রকিব ভারপ্রাপ্ত নাসিম
● স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওযায় প্রমাণ হয়েছে, জনগণ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে-- আশরাফ
● ভোটার উপস্থিত না হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে-- আবুলের মাল
● লাখ লাখ মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়-- কামরুল
● নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে--হাসু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।