রোববার অনুষ্ঠিত বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য জাফরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন মজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)।
ফরিদপুর-৪ আসনের ফলাফলে দেখা যায়, আনারস প্রতীকে নিক্সন ৯৮ হাজার ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর এই আসনের সাবেক সংসদ সদস্য জাফর পেয়েছেন ৭২ হাজার ২৪৮ ভোট।
এই আসনে মোট ভোটার ৩২১৭৯১। ১৬৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৭২৭১৪, বাতিল ভোট ১৬০৭টি।
পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া নিক্সনের ভাই নূর-ই আলম চৌধুরী (লিটন চৌধুরী) মাদারীপুরের শিবচর থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নবম সংসদে হুইপের দায়িত্বে রয়েছেন।
এরপর নিক্সন বলেন, “ভাই-বোন (বঙ্গবন্ধু ও ফাতিমা বেগম) আত্মীয় হলে আমরাও আত্মীয়।
”
তবে পদ্মা সেতুতে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন নিক্সন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।