আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নিক্সনের গোপন সাক্ষ্য প্রকাশ হলো ৩৬ বছর পর

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য বিশেষ আদালতে দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের গোপন সাক্ষ্য ৩৬ বছর পর প্রকাশ করেছে দেশটির জাতীয় সংগ্রহশালা। এতে বিরোধী ডেমোক্রেটদের কার্যালয়ে আড়িপাতার ওই ঘটনাকে 'বোকামি' ও 'অবিশ্বাস্য' বলে বর্ণনা করেন তিনি। এ ঘটনায় পদত্যাগে বাধ্য হওয়ার ১০ মাস পর ১৯৭৫ সালের জুনে নিক্সনের ওই সাক্ষ্য গ্রহণ করা হয়। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের নিঙ্ন গবেষক স্ট্যানলি কাটলারসহ কয়েকজন ইতিহাসবিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে দেশের জাতীয় সংগ্রহশালা ও ক্যালিফোর্নিয়ার নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে। বিশেষ আদালতের কাছে দেওয়া দুদিনের সাক্ষ্যের পূর্ণাঙ্গ প্রতিলিপি প্রকাশ করে তারা।

ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর নিক্সনের সঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের সঙ্গে জরুরি বৈঠকের ধারণকৃত টেপ থেকে প্রায় ১৯ মিনিট মুছে ফেলা হয়। এ ব্যাপারে আদালত জানতে চাইলে এটিকে দুর্ঘটনা মাত্র উল্লেখ করেন নিক্সন। এতে তিনি ভীষণ ক্ষুব্ধ হন বলেও জানান। তবে মুছে যাওয়া অংশে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছিল সে সম্পর্কে আদালতকে কিছু জানাননি তিনি। শপথগ্রহণের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় নিক্সনের বাড়ির কাছে ওই সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।

১৯৭২ সালের জুনে ওয়াশিংটন ডিসির ক্যাপিটলের ওয়াটারগেট কমপ্লেক্স ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়ে আড়িপাতার জন্য নিক্সনের রিপাবলিকান দলীয় পাঁচকর্মী আটকের মধ্য দিয়ে ওয়াটারগেট কেলেঙ্কারির তদন্ত শুরু হয়। দুই বছরের মধ্যে দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন নিক্সন। এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগের একমাত্র ঘটনা। ওয়াশিংটন পোস্টের দুই বিখ্যাত অনুসন্ধানী প্রতিবেদক বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টেইন গোপন সূত্রের মাধ্যমে বিংশ শতাব্দীর অন্যতম এ রাজনৈতিক কেলেঙ্কারি ফাঁস করেন। সূত্র : বিবিসি, এএফপি।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.