নিজ সত্তার অভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় শুন্য আত্মায় আর শূন্য আত্মার নিজস্ব কোনও কথা থাকেনা................................... ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে , বলা যায় অনেকে ২নাম্বার লাইফ ও বানায় ফেলছেন!!! উঠতে বসতে ফেসবুক ছাড়া যেন খাবার এ হজম হয় না যাই হোক , প্যাঁচাল আপাতত শেষ । এখন আসল কথায় আসি , , ফেসবুক হ্যাক থেকে আপনার আদরের আইডি কে বাঁচাতে চাইলে এর চেয়ে ভালো পন্থা মনে হয় দ্বিতীয়টি আর পাবেন না___ নিয়ম টি সজাসুজি বলে দিচ্ছি প্রথমে ,account settings এ যান । এরপর, left side এর sequrity option এ যান .।.।.।.।.। ওইখানে দেখবেন বরই সুন্দর করিয়া deactivate your account আছে !!!! ঐটাতে ক্লিক করলেই সব সমস্যার সমাধান আপনার আইডি ইহকালেও কেউ হ্যাক করতে পারবোনা !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।