আমাদের কথা খুঁজে নিন

   

প্রোপিক পরিবর্তন করতে গিয়ে তো ভিষন বিপদে পড়লাম

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d ব্লগে কিছু লেখালিখি না করলেও, লগিন না করলেও মোটামুটি ব্লগের সাথে আছি। পড়ি, কিন্তু হয়ত সময়ের অভাবে কমেন্ট করা হয় না। শুধু সময়ের অভাবে বললে ভুল হবে। আরো অনেক কারণ আছে।

থাক ওসব.... মনে করলাম যে ব্লগের প্রোপিকটা একটু পরিবর্তন করে দেই। তো সেই মোতাবেক, নতুন প্রোপিক আপটেড দিতে গেলাম। কিন্তু আমার কপাল এতই খারাপ যে ক্রসফায়ারে পড়ে গেলাম। এখন নতুনটা তো নেইই, পুরানোটাও নেই। কোন কিছুই শো করছে না।

মহা মসিবতে পরলাম মনে হয়। আইকনের জায়গায় শুধু নাম দেখাচ্ছে। কেন হচ্ছে এসব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।