আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা দিবসের তোফা আজকে দেশের জন্য। ফ্লাডিং হচ্ছে? বীর বাঙালি, প্রোপিক চুজ করো

জয় বাংলা বেছে নিন আপনার পছন্দের প্রোপিক। এই নরাধম বহু কষ্ট করে গ্রাফিক্সের গ'ও না জেনে আপনাদেরই জন্য নিয়ে এল বাহারি রকমারি প্রোপিকের বাহার। প্রতিটাই যত্ন করে লো কেবিতে বানানো। লো রেজুলেশনে বানানো, যেন বড় হোক, তাও ডাটা বেশি না খায়। সাবকনশাস মাইন্ড পর্যন্ত বার্তা পৌছে দিন।

ব্যবহার করুন সাবলিমিনাল ল্যাঙ্গুয়েজ। আপনার প্রোপিক সর্বত্র স্বাধীনতার বার্তা এবং জিরো টলারেন্সের নীতি পৌছে দিতে পারে। এগুলো এই নিকেও ভবিষ্যতে ব্যবহার করা হবে হয়ত। এইটা হল গোলাম আজমের চেহারা। সত্যি ভাই।

গোলাম আজমের চেহারার উপরে মেঘের ঘনঘটার ইমপ্রেশন ফেলেছি। এই ছবির বিষয়ে কিচ্ছু বলার নাই। নিষ্ঠুরতা একটু কমে গেলে আমি এই ছবিটার দিকে তাকাই। যুদ্ধ ফুল দিয়ে হয় না। মাতা জাহানারা ইমামের পোস্টার থেকে।

কাঁপছে রাজাকার। ভদ্র প্রোপিক তো কম, এইটা কিন্তু অন্তরাত্মা পর্যন্ত পৌছে যাবে। ভদ্র ব্লগাররা ব্যবহার করুন। কেন আমি এই প্রোপিক ব্যবহার করব না? বিষয় এটাই। বাংলাদেশের পতাকা ঘিরে আছে তারা।

তারাই আমরা। পাকিস্তান আদর্শ রক্ষা তহবিলের চাঁদার রশিদ। সিগনেচারটা চেনা যায়। বুকের ভেতর জ্বলছে আগুন, সারা বাংলায় ছড়িয়ে দাও। কাঁপিয়ে দিন অন্তরাত্মা।

ভুলিনি একুশ বছর আগের কথা। একুশ বছর পর পর আসে দিন। এটা আমার নেক্সট প্রোপিক। একবার ভেবে দেখেন, এই ছবিটার প্রভাব। কিলিয়ার কনসেপ্ট।

আরো ক্লিয়ার। ভাল কথা, লক্ষ্য করেছি যে নিতান্তই নিরীহ কিছু মানুষের ব্লগে আক্রমণাত্মক কমেন্ট করেছি। নাথিং পার্সোনাল ভাইরা। আমি আপনাকে না চিনি, না জানি। আর আওয়ামীলীগ বা কমুনিস্ট পার্টির কাঁথা পোড়ানোর উৎসব করার কেয়ারও নেই।

কারো পক্ষে কথা বলিনি, শুধুই অপপ্রচারের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছিলাম। কোন রাজনৈতিক দলের গুষ্টি মারি না। ইটস অল অ্যাবাউট দ্য নেশন। অল অ্যাবাউট মাদার। আর স্বাধীনতা বিরোধী ও তাদের পূর্ণ প্রেমী- নিমপ্রেমীগণ, এগুলো আপনাদের জন্য তোফা আকারেই বিলিবণ্টিত হয়েছিল।

প্রোপিক প্রোপিক প্রোপিক হবে, বুক কাঁপানো প্রোপিক হবে। প্রোপিকখানা কেমন হবে? সঠিক বার্তা প্রেরণ হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.