বরুসিয়া ডর্টমুন্ডের মহাতারকা রবার্ট লেভানডোভস্কি দলটি ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন। চলতি মৌসুম শেষে আগামী জুনে এই পোলিশ স্ট্রাইকার বায়ার্নের হয়ে মাঠ মাতাবেন। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বাভারিয়ানরা।
সামনের কয়েক মৌসুমে বায়ার্নের প্রাধান্য নিশ্চিত রাখার মতো খবরটিতে খুশি ডাই রটেন ভক্তরা। চিরশত্রুর ক্যাম্প থেকে দলে ভিড়ছেন অন্যতম সেরা ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
উল্লেখ্য, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন চার মৌসুম। হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ । দ্য পোল ১৬৩ ম্যাচে করেছেন ৯১ গোল। ১৭ ম্যাচে ১১ গোল করে মৌসুমের সেরা গোলদাতার তালিকায় শীর্ষেও রয়েছেন এই পোলিশ তারকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।