রোববার অনুষ্ঠিত নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১৩টি আসনে জয় পেয়েছে এইচ এম এরশাদের দল। সেই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ২০ জনকে নিয়ে তাদের আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৩৩।
নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার পর বর্জনের ঘোষণা দেন এরশাদ। এরপর নাটকীয় অসুস্থতার পর থেকে হাসপাতালে রয়েছেন তিনি।
তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান হওয়ার মধ্যে জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ এবং বর্জন দুই বক্তব্যই আসতে থাকে।
এর মধ্যেই রোববার অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৩ আসনে বিপুল ভোটে জয়ী হন সাবেক এই রাষ্ট্রপতি। তবে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কাছে হেরেছেন তিনি।
এরশাদ একটি আসনে জয়ী হলেও তবে লালমনিরহাট-৩ আসনে শোচনীয়ভাবে হেরেছেন তার ভাই দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের। নির্বাচনকালীন সরকারের এই মন্ত্রী ওই আসনে তৃতীয় হয়েছেন।
জিএম কাদের হারলেও ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সালমা ইসলাম, মুজিবুল হক চুন্নু।
এর মধ্যে সালমা ঢাকা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে হারিয়ে চমক দেখিয়েছেন। হাওলাদার পটুয়াখালী-১ আসনে, বাবলু চট্টগ্রাম-৯ আসনে এবং চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন।
লাঙ্গল প্রতীকে এছাড়া বিজয়ী হয়েছেন- কুড়িগ্রাম ১ আসনে মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনে মামুনুর রশিদ, ময়মনসিংহ-৭ আসনে এম এ হান্নান, সিলেট-২ আসনে ইয়াহইয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধা, কুমিল্লা-৮ আসনে নুরুল ইসলাম মিলন জয়ী হয়েছেন।
এরশাদের স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ ময়মনসিংহ-৪, সভাপতিমণ্ডলীল আরেক সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ এবং নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন নীলফামারী-৪ আসনে মো. শওকত চৌধুরী, রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা, কুড়িগ্রাম-২ আসনে মো. তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ আসনে এ কে এম মাঈদুল ইসলাম, বরিশাল-৬ আসনে হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না।
এছাড়াও রয়েছেন বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে মো. নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ আসনে মো. নুরুল ইসলাম ওমর, ময়মনসিংহ-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ (মুক্তি), ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ আসনে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কুমিল্লা-২ আসনে মোহম্মদ আমির হোসেন, লক্ষীপুর-২ আসনে মোহাম্মদ নোমান, কক্সবাজার-১ আসনে মোহাম্মদ ইলিয়াছ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।