আমাদের কথা খুঁজে নিন

   

সাইয়িদের সঙ্গে লড়াইয়ে জয় টুকুর

রোববার অনুষ্ঠিত বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী টুকুর সঙ্গে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন আবু সাইয়িদ।

ফলাফলে দেখা যায়, টুকু ৬৭ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাইয়িদ পেয়েছেন ৪৪ হাজার ৫৭৯ ভোট।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৮৭৪টি। ১১৮ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৪২টি, বাতিল হয়েছে ২ হাজার ৬৮০ ভোট।

আওয়ামী লীগের এক সময়ের তথ্য ও গবেষণা সম্পাদক সাইয়িদ ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে হারিয়ে এই আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

পরে সাইয়িদ তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বও পান। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ‘সংস্কারপন্থীদের’ তালিকায় তার নামও যোগ হয়, দলে পদও হারান তিনি।

২০০৮ সালের নির্বাচনে এই আসনে নির্বাচন করে দুই বারের সংসদ সদস্য নিজামীকে হারিয়ে টুকু প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। নির্বাচনকালীন সরকারেও রয়েছেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে টুকু নির্বাচনে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থী সাইয়িদের।

পাবনা-৩ আসনে আওয়ামী লীগের মকবুল হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৭৩ ভোট।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।