আমাদের কথা খুঁজে নিন

   

কাঠগড়া থেকে হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন

সিরাজগঞ্জ আদালতে জবানবন্দী দিতে এসে গোলাম হোসেন (২২) নামে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামী হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে।
 
সে শহরের মিরপুর রেলওয়ে কলোনীর আনছার আলীর ছেলে।
 
আজ বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।   গতকাল রাতে রেলওয়ে কলোনীর চা বিক্রেতা মহির উদ্দিন হত্যার ঘটনায় রাতেই পুলিশ গোলাম ও সহযোগী উজ্জলকে আটক করেছিল। পলায়নের পর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে পুলিশ।

 
সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, আজ বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়ার জন্য দুইজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট সাদিয়া সুলতানা'র আদালতে হাজির করা হয়। এ সময় কনষ্টেবল ইলিয়াস ওই দুই আসামীর পাহারার দায়িত্বে ছিল। কিন্তু কেৌশলে আসামী গোলাম হোসেন হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা জানান, আসামী পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশের বেশ কয়েকটি টিম আদালতপাড়ার আশপাশের দিয়ারধানগড়া,  বাসটার্মিনাল ও রেলওয়ে কলোনীসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
 
তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।