আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের কাঠগড়া থেকে

!!

অপঘাতে মৃত্য এক যুবককে নিয়ে দেবদূত গেল ঈশ্বরের কাছে। তাকে স্বর্গে না নরকে নেওয়া হবে তার ফয়সালা করার জন্য। ঈশ্বর জিজ্ঞেস করল,"কিভাবে মারা গেল সে?" যুবক বলল,"আমগাছ থেকে পড়ে গিয়ে। " ছেলেটার সাজসজ্জা অবাক করার মত। রংচটা নিচের দিকে ছিড়া প্যান্ট দেখে ঈশ্বর বলল, "ইস! পড়ে গিয়ে তোমার প্যান্ট বুঝি ছিড়ে গিয়েছিল?" "আরে দুর কি যে বল তুমি ছিড়বে কেন এটাই স্টাইল।

এই প্যান্ট ইটালির তৈরী সহজে ছিড়বে না। " ওম্নি হেসে দিল দেবদূত। বিরক্ত ঈশ্বর বলল,"কি ব্যাপার হাসছ কেন?" "ওর কথা শুনে! ঈশ্বর প্যান্টটা কিন্তু ওদের দেশেই তৈরী। কিন্তু ওদের দেশের মানুষ খুব অদ্ভুত। মেড ইন এ তাদের দেশের নাম লেখা থাকলে কেউ কিনতে চাইবে না তাই তাদের দেশে তৈরী হয়ে সিল পড়ে অন্য দেশের।

" এবার ভাল করে যুবককে দেখতে লাগল ঈশ্বর। কানে দুল ভ্রু ফুড়ানো। ঈশ্বর বলল,"আমি জানতাম পৃথিবীতে নারীরাই কানে দুল লাগাই শরীরে অলংকার পড়ে তবে কি তা ঠিক নয়?" এবার হাসল ছেলেটি। বলল,"ওহঃ ঈশ্বর তুমি দেখছি একদম ব্যাকডেটেড! এটাই হল স্মার্টনেস!এসব হল ফ্যাশন। " গম্ভীর স্বরে ঈশ্বর বলল,"তুমি বুঝি আম খেতে গাছে উঠেছিলে?" "আরে দুর আম খেতে যাব কেন? আমি পতাকা উড়াতে উঠেছিলাম!" এবার একটু নড়েচড়ে বসল ঈশ্বর।

বলল,"আরে তুমি দেখছি বেশ দেশপ্রেমিক। তা ঐদিন কি তোমাদের দেশের বিশেষ কোনো দিন ছিল নাকি?" যুবকটি একটু লজ্জা পেল। বলল,"না মানে এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে ত তাই আমি আমার প্রিয় দেশের পতাকা টাঙ্গাতে গাছে উঠেছিলাম। " "কেন তোমার দেশের পতাকা উড়াও নি?" "তুমি দেখছি কিছুই জান না,আমাদের দেশ যে বিশ্বকাপে খেলতেই পারে না। " "কেন তোমদের দেশ ক্রিকেট না কি খেলায় যেন বিশ্বকাপে খেলে,তখন পতাকা উড়াও?" "ও!ওটায় কি আমরা জিততে পারব নাকি? পতাকা উড়াতে যাব কেন?ঈশ্বর তুমি কি আর কিছু বলবে? কি পতাকা পতাকা শুরু করলে!" এরপর আর কিছু প্রশ্ন করে ঈশ্বর যুবককে জিজ্ঞেস করল,"তুমি কি কিছু চাও?" "ঈশ্বর তোমার স্বর্গে কি দর্জি আছে?" "কেন?" "যে পতাকার জন্য মরেছি ভাবছি সে পতাকা বানিয়ে স্বর্গের আকাশে উড়িয়েই তবে ছাড়ব!" একটা দীর্ঘশ্বাষ ফেলে ঈশ্বর দেবদূতকে বলল,"এই ছেলে যতগুলো পতাকা চায় তাকে ততগুলো পতাকা দাও আর....আর তাকে নরকে নিয়ে যাও।

" প্রথম বাক্যটি শুনে যুবক আনন্দের আতিশ্যয্যে শেষটুকু শুনতে পেল না। ঈশ্বর আসন ছাড়তেই সে দেবদূতকে বলল,"আচ্ছা ওখানে কি অনেক লম্বা বাশ পাওয়া যাবে,আর আমগাছ?" দেবদূত মুচকি হেসে বলল,"পাবে চল। " পুনশ্চ-প্রতিটি বিশ্বকাপ এলেই খবরের কাগজে দেখতে পাই কেউ না কেউ তার প্রিয়দলের পতাকা টাঙ্গাতে গিয়ে মারা গেছে। যে গভীর আবেগ তাদের থাকে তা কি কখনও ওরা জানতে পারবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।