বিদায় নিয়েছে ২০১৩। ২০১৩-তে মিডিয়ায় বার বার আলোচিত ছিলেন বিভিন্ন ব্যক্তিত্ব। নানা সংকটে তারা আলোচনায় ছিলেন বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ইস্যুতে তাদের দিকেই তাকিয়ে ছিল পুরো বিশ্ব। সংকট উত্তরণে তাদের অবদান ছিল উল্লেখযোগ্য। তবে সবাইকে ছাপিয়ে গেছেন সিআইএ'র সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন। পরমাণু ইস্যুতে হাসান রুহানি থেকে শুরু করে বিশ্বশান্তির প্রতিমূর্তি মালালাও ছিলেন আলোচনায়। বছরের শেষদিকে ক্রিকেট জগতের বিস্ময় শচীন টেন্ডুলকারের অবসর এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু নাড়া দিয়ে গেছে সবাইকে। ২০১৩ সালের আলোচিত ১৩ ব্যক্তিত্বকে নিয়েই এই আয়োজন-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।