ফুটবল জীবনের একটি মাইলস্টোন স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল সোমবার ম্যাচের অতিরিক্ত সময়ে রোনাল্ডোর পা থেকে ম্যাচের তৃতীয় গোল আসার সঙ্গে সঙ্গেই তার নামের পাশে লেখা হয়ে গেল ৪০০ গোলের রেকর্ড। নিজের ফুটবল জীবনে ৪০০ গোল করে ফেললেন রিয়েল মাদ্রিদ তথা পর্তুগাল তারকা।
লা লিগায় এদিন সেল্টার মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রিদ। প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
প্রথম গোল আসে ৬৭ মিনিটে করিম বেঞ্জিমার পা থেকে। কারভাজালের ক্রস দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে থাকা জেসির কাছে পৌঁছলে সেখান থেকেই গোলে শট নেওয়ার চেষ্টা করেননি জেসি। বরং বক্সের মাঝে পৌঁছে যাওয়া বেঞ্জিমাকে লক্ষ্য করে বল বাড়ান তিনি।
চলতি বলেই বেঞ্জিমার ফ্লিক কোণা দিয়ে জড়িয়ে যায় জালে। পরের সময়টা শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
প্রথম থেকেই গোলের জন্য ছটফট করছিলেন তিনি। তার পা থেকে গোল আসতে লেগে গেল ৮২ মিনিট। আবার সেই কারভাজাল। ডানদিক থেকে ক্রসটা বাড়িয়েছিলেন তিনি নিজেই।
এদিকে প্রস্তুত ছিলেন বেঞ্জিমাও।
কিন্তু সেই বল তাকে টপকে চলে আসে ছ’গজ বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা রোনাল্ডোর কাছে। ছোট্ট টোকায় কাজ সারেন তিনি। এরপরের গোলে অবশ্য ইতিহাস লেখা হয়ে গেল এদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।