অর্থ-পাচার ও জালিয়াতির অভিযোগে স্পেনের রাজা জন কার্লোসের কনিষ্ঠ কন্যা ইনফান্টা ক্রিস্টিনাকে তলব করেছে দেশটির আদালত। তার স্বামীর বিরুদ্ধেও অর্থ আত্মসাত অভিযোগের তদন্ত চলছে।
মঙ্গলবার সরকারপক্ষের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
৪৮ বছর বয়সী রাজকুমারী স্বামী ইনাকী আরদাঙ্গারিনের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে জড়িত। আরদাঙ্গারিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।
বেশকিছুদিন ধরেই দুর্নীতির ব্যাপারে এ দম্পতিকে নিয়ে গুঞ্জন চলছিল। এবার আদালতের তলবে তা সবার সামনে চলে এলো। আগামী ৮ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারপতি।
উল্লেখ্য, রাজা কার্লোস সার্বভৌম স্পেনের সর্বোচ্চ অধিপতি। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় তার কন্যা কিংবা জামাইয়ের বিরুদ্ধে তদন্ত করতে পিছু হটেনি দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।