আমাদের কথা খুঁজে নিন

   

কোটিপতি হবার ১০০১ টি উপায়

আমি তেমনটি নই যেমনটি আমায় দেখায় মাঝে মাঝে রাস্তায় বিচিত্র রকমের বই দেখা যায়। যেমন ৩০ দিনে ইংরেজী, কোরিয়ান, চাইনিজ আরও ১০১ প্রকার ভাষা শিখুন। ৩০ দিনে কম্পিউটারের ইনজিনিয়ার । স্বাস্থবান হবার ৫০৫ টি উপায়। কোটিপতি হবার ১০০১ টি উপায়, অথচ নিজে ফুটপাতে বসে বই বিক্রি করছে। আমি কিন্তু শুধুই ফান করার জন্য লিখছি, কেউ ঋনাত্নক ভাবে নিয়েন না। একটা কৌতুক বলি এক আমেরিকান ডাক্তার বাংলাদেশের নীলক্ষেতে...... একটা বই এর নাম দেখে তার হার্ট অ্যাটাক হয়ে গেলো চিন্তা করেন তো বই এর নাম কি ছিল??? . . . . . . . . . . . . . “ কিভাবে ডাক্তার হবেন .... মাত্র ৩০ দিনে”~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।