তোমাদের পাগল বন্ধু
আসছে ২০১৪'র অমর একুশে বইমেলায় আদী প্রকাশন থেকে বের হচ্ছে আমার লেখা উপন্যাস "অমিয়েন্দ্র"। রকমারি ডট কম থেকে প্রবাসীরা বইটি সংগ্রহ করতে পারেন। অন্যদিকে নীলক্ষেত এবং বাংলা বাজারেও বইটি পাওয়া যাবে।
প্রকাশক সাহেবের আকুল অনুরোধ বইটির খুব ভাল করে যেন মার্কেটিং করা হয়, যাতে মুদির দোকানে শেষ পর্যন্ত সব কপি না পাওয়া যায়। কি আর করা, আপনারা আমার বইয়ের মার্কেটিং শুরু করে দিন।
এবং প্রকাশকের তরফ থেকে লেখকের উপর নাযিল হতে যাওয়া সমূহ বিপদ থেকে উদ্ধার করুন। বইটি সূলভ মূল্যেই পাওয়া যাবে। যদিও এখনও জানি না এই সূলভ মুল্য আসলে কত, এবং দাম শোনার পর পাঠকের মুখের অবস্থা কেমন হবে। তবে চিন্তার কোনো কারণ নেই। বই কেনার সঙ্গে সঙ্গেই লেখকের অটোগ্রাফ সাথে ফটোগ্রাফও দেয়ার জন্য আমি স্ব-শরীরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।
ভবিষ্যৎ বংশধরদের জন্যও যত ইচ্ছা অটোগ্রাফ নিয়ে যেতে পারবেন। যারা উপস্থিত হতে পারবেন না, প্রতিনিধি পাঠাবেন- তাদেরকে ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েন। আমি পাশাপাশি দাঁড়ানো হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলে দিবো। পরে এডিট করে নিজেকে আমার পাশে বসিয়ে নেবেন। আর আমি না থাকলে প্রয়োজনে বই কিনে আমাকে কুরিয়ার করে দেবেন, আমি অটোগ্রাফ দিয়ে কুরিয়ার রিটার্ন করে দেবো নিজ দায়িত্বে! শুধু পাবলিসিটির ব্যবস্থা করে ফেলুন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা!
বইয়ের প্রাপ্তি স্থান সমূহঃ
আদী প্রকাশন
৩৫ বাংলা বাজার
বাবুল টাওয়ার
সাইফুল বই ঘর
ইসলামিয়া মার্কেট
নীলক্ষেত-১২০৫ (রাফিন প্লাজার পাশের গলি) ফোন-০১৮৫৫৫১৮২২১
(পরবর্তীতে নতুন নতুন প্রাপ্তিস্থানের নাম যুক্ত করা হবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।