আমাদের কথা খুঁজে নিন

   

"অমিয়েন্দ্র"- মোঃ ফরহাদ চৌধুরী শিহাব- অমর একুশে বইমেলা ২০১৪।



বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে ফিসফিসানো একটা কন্ঠ শুনতে পাচ্ছে নূসরাত। কান পাতলো ভাল করে।
“অমিয়েত্রা..... কবিতা শুনবে?.......”
নূসরাত চোখ বন্ধ করে খুব আস্তে আস্তে বলল, “শুনবো। ”
বাতাসের সাথে সাথে হাসির শব্দ পাওয়া গেল। হা হা করে কেউ অট্টহাসি হাসছে।


বেশ স্পষ্ট গলায় শোনা গেল এবার -

“ যেদিকে চাহিবি আকাশে আমার
আঁধার মুরুতি আঁকা,
সকলি পড়িবে আমার আড়ালে
জগৎ পড়িবে ঢাকা.......”

চোখ খুলে তাকালো নূসরাত। প্রচণ্ড বাতাসে মুখের ওপর চুল এসে পড়েছে, চুল সরাতে সরাতে অবাক হয়ে দেখল ছাদের শেষ প্রান্তে রেলিং এর বেরিয়ে থাকা রড ধরে আকাশের দিকে তাকিয়ে রয়েছে নীল শার্ট পরা একটা ছেলে। বাতাসে চুল উড়ছে......
প্রচণ্ড শব্দে বাজ পড়ল কাছাকাছি।
নূসরাত আকাশের দিকে তাকাল। একটা একটা করে তাঁরা মুছে যাচ্ছে..... রেলিং এর শেষ প্রান্তে ছেলেটাকে আর দেখা যাচ্ছে না.......
তবে এখনো শুনতে পাচ্ছে ফিসফিসানো কন্ঠটা –
“অমিয়েত্রা...... অমিয়েন্দ্র তোমার জগৎময় দৌড়ে বেড়াবে- যতদিন তোমার ইচ্ছে হয়- আমাকে মনে রেখো..... অমিয়েন্দ্র তোমাকে ভোলেনি.....”

উপন্যাসঃ অমিয়েন্দ্র
লেখকঃ মোঃ ফরহাদ চৌধুরী শিহাব।


প্রকাশনীঃ আদী প্রকাশন।
বইমেলা ২০১৪।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।