আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে সানি-মৌসুমীর যাত্রা শুরু

আগামীকাল থেকে সুদর্শন নায়ক ওমর সানি ও ফেরদৌসকে নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী শুরু করছেন তার অভিনীত নতুন ছবির শুটিং। ছবির নাম 'লিডার'। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক দিলশাদুল হক শিমুল। সিঙ্থসেন্স নামে নতুন একটি প্রযোজনার ব্যানারে নির্মাণ পরিকল্পিত এ ছবিতে মৌসুমী, ওমর সানি ও ফেরদৌসের সঙ্গে আরও থাকছেন শহিদুল আলম সাচ্চু, সোহেল খান ও আহমেদ শরীফ। অনেক দিন পর মৌসুমী নতুন কোনো ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন।

সর্বশেষ তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'কিছু আশা কিছু ভালবাসা'র শুটিংয়ে। ছবির মানের দিকে গুরুত্ব দিতে গিয়ে সিনেমা থেকে অনেকটাই সরে গেলেও এখনো তার ওপর নির্মাতাদের আস্থা ও বিশ্বাস দুটোই আছে। আছে দর্শকদের ভালোবাসা। ফলে এখনো মৌসুমী অনেক ছবিরই প্রধান শিল্পী। এসব ছবির মধ্যে এফ আই মানিকের 'সৌভাগ্য', নইম ইমতিয়াজ নেয়ামুলের 'এককাপ চা', জাহিদ হোসেনের 'লীলামন্থন' উল্লেখযোগ্য।

অচিরেই তিনি শুরু করবেন সোহানুর রহমান সোহান পরিচালিত একটি ছবির কাজ। সব মিলিয়ে বর্তমান চলচ্চিত্রেও যে মৌসুমীর চাহিদা রয়েছে, নতুন ছবি 'লিডার'র কাজ শুরুর মাধ্যমে তিনি সেটা আবারও প্রমাণ করবেন।

এদিকে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ফিরছেন মৌসুমী। এর আগে 'কখনও মেঘ কখনও বৃষ্টি' এবং 'মেহের নিগার' শিরোনামের দুটি চলচ্চিত্র পরিচালনা করেন। দুটি চলচ্চিত্রই নির্মাণ হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

এবার এই ব্যনারেই ইমপ্রেসের শততম চলচ্চিত্র এবং নিজের প্রযোজনা সংস্থা স্বাধীন প্রোডাকশন থেকে চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি। দুটি চলচ্চিত্রেই মৌসুমী-ওমর সানি জুটির কাজ করার কথা রয়েছে।

মৌসুমী জানান, নির্মাণ এবং পরিচালনা নিয়ে আবারও বড় পর্দায় নিয়মিত হচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় 'লিডার' চলচ্চিত্রের কাজ শুরু করছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় এবং পরিচালনা করে যাচ্ছেন এবং যাবেন বলে জানিয়েছেন মৌসুমী।

সঙ্গে থাকছেন ওমর সানি।

১৪ ফেবুয়ারি মুক্তি পাবে মৌসুমী-ফেরদৌস অভিনীত 'এক কাপ চা' চলচ্চিত্রটি। মাঝে সংসারকে সময় দিতে গিয়ে দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন মৌসুমী। অন্যদিকে খলনায়ক চরিত্রে অভিনয়ে নিয়মিত

ছিলেন ওমর সানি। অভিনয়ের সঙ্গে সঙ্গে বিদেশে অনুষ্ঠিত বেশ কিছু অনুষ্ঠানে মঞ্চ পারফর্ম করছেন মৌসুমী-সানি জুটি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।