আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ সমর্থকদের দাঁড়াতে দেয়নি পুলিশ

পুলিশি বাঁধায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবস্থান নিতে পারেনি অবরোধকারীরা। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে অবরোধ সমর্থনে মিছিল করে নেতাকর্মীরা।

বিএনপিসহ ১৮ দলের ডাকা ৫ম দফা অনির্দষ্টিকালের অবরোধে আজ বৃহস্পতিবার সকালে ১৮ দলের নেতাকর্মীরা জেলা সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে ভিক্টোরিয়া রোডে অবরোধ কর্মসুচি পালন করে।

নাশকতা এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা শহরসহ বিভিন্ন সড়কে ট্রাক, সিএনজি, অটোরিক্সা এবং জেলার উপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।