এরশাদ কবে শপথ নিচ্ছেন- এ প্রশ্নের উত্তর কারো কাছেই মেলেনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলছেন, তাকে কিছু জানানো হয়নি। জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্যের দাবি, চেয়ারম্যানের সঙ্গে তার যোগাযোগ নেই।
আর যার এ সংসদের বিরোধী দলীয় নেতা হতে চলা রওশন এরশাদ সরাসরি এরশাদকেই বিষয়টি জিজ্ঞেস করতে বললেন।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে র্যাবের পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানেই আছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও ‘আইনি মারপ্যাঁচে’ ভোটে জিতে যিনি এখন রংপুরের নির্বাচিত সাংসদ।
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর বুধবার এক সংবাদ সম্মেলনে এরশাদের স্ত্রী রওশন জানান, পার্টি চেয়াম্যানের ‘সম্মতিতে’ তিনিই হচ্ছেন দশম সংসদে বিরোধীদলীয় নেতা।
“তিনি (এরশাদ) বলেছেন, ‘তুমিই বিরোধীদলীয় নেতা হও। আমার দোয়া তোমার সঙ্গে থাকবে’। ”
বৃহস্পতিবার শপথের পর সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের যে বৈঠক বসে, তাতেও রওশনকেই নেতা নির্বাচিত করা হয়।
ওই বৈঠকের পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, “এটা সংসদীয় দলের সর্বসম্মত লিখিত সিদ্ধান্ত।
অন্য কেউ চাইলেও বিরোধী দলীয় নেতা হতে পারবেন না। ”
এরশাদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কি না জানতে চাইলে এর আগে চুন্নু বলেন, “আমার সাথে যোগাযোগ নেই। তবে মনে হয় না আসবেন। ”
অন্যদিকে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, “আজ বিকেলে বা যে কোনো সময় তিনি শপথ নিতে পারেন। ”
এরপর সাংবাদিকরা প্রশ্ন রাখেন এরশাদের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি রওশনের কাছে।
তার তির্যক উত্তর- “সেটা চেয়ারম্যানকেই জিজ্ঞেস করেন। ”
সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্পিকার শিরীন শারমিন দুপুরে বলেন, “তিনি কিছু জানাননি। ”
শুক্রবার এরশাদ শপথ নিতে পারেন কি-না জানতে চাইলে বিকালে স্পিকার বলেন, “আমি তো জানি না, তবে উনি চাইলে শুক্র-শনি কোনো বাধা হবে না। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।