আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা সিরিয়াল আমাদের মা বোন দের কিভাবে খারাপ,তাদের মনের ভিতর সন্দেহ ঢুকিয়ে দিছে আমরা ছেলেরা তা বলতে বলতে মুখের ফেলা তুলে থাকি। কিন্তু যখন আসে নিজের বেলায় নিজের মুভি দেখার বেলায় আমরা চুপ। আমরা বলি মুভি কখনি খারাপ প্রভাব ফেলে না। যেন দুনিয়াতে একমাত্র সিরিয়ালের নষ্টামি দেখানো হয় মুভিতে দেখানো হয় সাধু গিরি। এমন কোন ছেলে পাবেন না যে এই ব্যপারে আমার সাথে তর্ক করবে যদি আমি তাকে বলি " আজকাল সিরিয়াল দেখে মহিল্লাদের মাঝে সন্দেহ আর অনেক খারাপ জিনিস ঢুকে যাচ্ছে।
কিন্তু আমি যদি মুভি ছেলেদের মাঝে অনেক খারাপ বিষয় ঢুকিয়ে দিছে। এমন কোন ছেলে আমার মনে হয় আমি পাব না যে আমার সাথে তর্ক করবে না। সিরিয়াল যদি মেয়েদের ওপর খারাপ প্রভাব ফেলে তাহলে মুভি কেন আপনার ওপর ফেলবে না? আপনি দেখেন মুভি যেটা কিনা আপনার স্ট্যান্ডার্ডে পড়ে আর মেয়েরা দেখে সিরিয়াল স্ট্যান্ডার্ডে পড়ে। আমি যদি আমার মাকে আভাটার দেখাতে বসি সে দেখবে না আবার আমার মা যদি আমাকে সিরিয়াল দেখাতে বসে আমি তা দেখব না। কারন আমার রুচি আলাদা তার রুচি আলাদা।
আপনার কাছে মুভি যা তার কাছে সিরিয়াল তা। আপনি কোন মেয়ে কে যে সিরিয়াল দেখে থাকে তাকে বুঝাতে পারবেন না যে সিরিয়াল দেখার ফলে কি খারাপ জিনিস গুলো সমাজে , তার মাঝে আসতে আসতে ঢুকে যাচ্ছে। সেইভাবেই আপনি কোন ছেলেকে বুঝাতে পারবেন না যে মুভি দেখে থাকে মুভি দেখার ফলে কি খারাপ জিনিশ ছেলেদের মাঝে,সমাজে ঢুকে যাচ্ছে। সবাই আছি অন্যর দোষ খুজতে। আপনি যদি মেনে নেন সিরিয়াল মেয়েদের ওপর খারাপ প্রভাব ফেলে তাহলে কেন তখন মানতে চাননা যে মুভিও ছেলেদের ওপর খারাপ প্রভাব ফেলে? দুইতাই আমাদের ওপর খারাপ প্রভাব ফেলে।
মেয়েদের বেলায় তা সিরিয়াল আমাদের বেলায় তা মুভি। কিন্তু মেয়েরা যেমন মানতে রাজি না যে সিরিয়াল তাদের ওপর খারাপ প্রভাব ফেলে ঠিক সেই ভাবে ছেলেরাও মানতে রাজি না যে মুভি ছেলেদের ওপর খারাপ প্রভাব ফেলতে পারেতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।