♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ মাঝে মাঝে গ্রামে যাই। সামনে যা পাই তার ছবি তুলে ফেলি! এই বার গ্রামের বাড়িতে মোবাইল দিয়ে তোলা ৩টা ছবি দিলাম।
বাংলায় একটা কথা আছে - "চোখে সরষে ফুল দেখা!"
এক দৃষ্টিতে সরিষা খেতের দিকে তাকিয়ে থাকলে সত্যি মাথা ঝিম ধরে!
কয়েক দিন আগে গ্রামের বাড়ি ঘুরে এলাম। তখন মোবাইলে তোলা ছবি। চারেদিকে শুধু হলুদ আর হলুদ।
সারা মাঠ যেন হিমু সাজে সেজেছে!
ফ্লিকারে ছবিটা>>
ফেসবুকে ছবিটা>>
মোবাইলের সাথে একটা ক্যামেরা থাকার কারনে মোবাইলটা আমার খুব প্রিয়! সামনে যা পাওয়া যায়... ক্লিক-ক্লিক বন্দী করে ফেলা যায়!
স্বর্নলতা একটি পরজীবী উদ্ভিদ। কোন পাতা নেই, লতাই এর দেহ কান্ড মূল সব। লতা হতেই বংশ বিস্তার করে। সোনালী রং এর চিকন লতার মত বলে এইরূপ নামকরন।
ফ্লিকারে ছবিটা>>
ফেসবুকে ছবিটা>>
এইডা কি তুলছি আমি নিজেও জানি না! হুদা-হুদি তোলা ছবি! চারেদিক অন্ধকার!! আমার মোবাইলে প্রায় সব ছবিই অন্ধকার (কালো) হয়।
কিন্তু এইডা একটু বেশীই কালো! ফেসবুক অথবা ফ্লিকারে বড় সাইজের ছবিটা দেখেন আপনারা কিছু বুঝতে পারেন কি-না!
ফেসবুকে ছবিটা>>
ফ্লিকারে ছবিটা>>
((((((ভালো থাকবেন)))))) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।