মাটি The Prophet (pbuh) said: "Don't waste water even if you are on the bank of a flowing river." কেন ? নদীর ধারে থাকলে পানি অপচয় হবে কিভাবে ? অজু করতে আমি ১ বালতি বা ১০ বালতি বা ১০০ বালতি পানি যতটুকুই ব্যবহার করি সব ই তো নদীতেই গিয়ে মিশবে । এখানে অপচয় কি ? এখানে আমি বেশি পানি ব্যবহার করলে ও তো পানি কমেতেছে না বা কারো কম পড়ছে না । অনেকে বলি যে অন্য দেশে মানুষ না খেয়ে আছে, আর আমরা অপচয় করতেছি এটা অন্যায় - সে ক্ষেত্রে যদি এমন অবস্থা কখনো আসে যে বিশ্বের সকল প্রান্তে সবাই ভালো মত খাবার পায় তখন কি খাবার নষ্ট করা যাবে? অপচয় না করা তাহলে কি জিনিস বাচানোর উদ্দেশ্যে নয় ? অন্য কোনো উদ্দেশ্য আছে ? উদ্দেশ্য হচ্ছে আমাদের নফস বা দিল বা আত্বার সাথে, জিনিস বাচানো নয়। অপচয় করা একটা আত্বিক অসুস্থতা। এতে মানুষের আত্বা বেপরোয়া ও উদ্ধত হয়ে যায়।অপচয়কারী শয়তানের ভাই - মানে শয়তানের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় , শয়তানের বৈশিষ্ট্য হলো অবাধ্যতা ও সীমালংঘনকারীতা । আল্লাহর দেয়া নিয়ামতের না শোকরি জন্মে , অহংকার জন্মে। এজন্যে যে কোনো ধর্মের ই হোক না কেন, বিনয়ী লোকের মধ্যে অপচয় কম দেখা যায় আর অহংকারী লোকের মধ্যে অপচয় বেশি দেখা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।