আমাদের কথা খুঁজে নিন

   

Don't waste water even if you are on the bank of a flowing river

মাটি The Prophet (pbuh) said: "Don't waste water even if you are on the bank of a flowing river." কেন ? নদীর ধারে থাকলে পানি অপচয় হবে কিভাবে ? অজু করতে আমি ১ বালতি বা ১০ বালতি বা ১০০ বালতি পানি যতটুকুই ব্যবহার করি সব ই তো নদীতেই গিয়ে মিশবে । এখানে অপচয় কি ? এখানে আমি বেশি পানি ব্যবহার করলে ও তো পানি কমেতেছে না বা কারো কম পড়ছে না । অনেকে বলি যে অন্য দেশে মানুষ না খেয়ে আছে, আর আমরা অপচয় করতেছি এটা অন্যায় - সে ক্ষেত্রে যদি এমন অবস্থা কখনো আসে যে বিশ্বের সকল প্রান্তে সবাই ভালো মত খাবার পায় তখন কি খাবার নষ্ট করা যাবে? অপচয় না করা তাহলে কি জিনিস বাচানোর উদ্দেশ্যে নয় ? অন্য কোনো উদ্দেশ্য আছে ? উদ্দেশ্য হচ্ছে আমাদের নফস বা দিল বা আত্বার সাথে, জিনিস বাচানো নয়। অপচয় করা একটা আত্বিক অসুস্থতা। এতে মানুষের আত্বা বেপরোয়া ও উদ্ধত হয়ে যায়।অপচয়কারী শয়তানের ভাই - মানে শয়তানের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় , শয়তানের বৈশিষ্ট্য হলো অবাধ্যতা ও সীমালংঘনকারীতা । আল্লাহর দেয়া নিয়ামতের না শোকরি জন্মে , অহংকার জন্মে। এজন্যে যে কোনো ধর্মের ই হোক না কেন, বিনয়ী লোকের মধ্যে অপচয় কম দেখা যায় আর অহংকারী লোকের মধ্যে অপচয় বেশি দেখা যায়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।